• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

১৭ বছর পর! ' ভুল ভুলাইয়া ৩'- এ মুখ্য ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া ২ মুক্তির পর দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করে এই ছবি। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, ভুল ভুলাইয়া ৩। আর সেই ছবিতেই দীর্ঘ ১৭ বছর পর ফিরতে চলেছেন বিদ্যা বালান। তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলেই জানা গিয়েছে।

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ভুল ভুলাইয়া ৩ এর কাজ। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে বিদ্যা বালানের। ভুল ভুলাইয়া ৩ ছবির হাত ধরেই ফের বাণিজ্যিক ছবিতে ফিরছেন অভিনেত্রী। মাঝে তাঁকে শেরনি, জলসা, শকুন্তলাদেবী, ইত্যাদি ধরনের ছবি বা সিরিজে দেখা গিয়েছে যেখানে মহিলা চরিত্রই গল্পের মূলে ছিল। তবে ভুল ভুলাইয়ার এই নতুন ছবিতে তিনি আবারও মঞ্জুলিকার চরিত্রে ধরা দেবেন কিনা সেটা স্পষ্ট নয়। কিন্তু আগের একাধিক ছবির মতোই যে বিদ্যাকে এখানেও ঝরঝরে বাংলায় কথা বলতে শোনা যাবে সেটা জানানো হয়েছে। 

এই ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ভুল ভুলাইয়া ৩ এর অনেকটা অংশের শুটিং হবে সিটি অব জয় অর্থাৎ কলকাতায়। বাদ যাবে না পশ্চিমবঙ্গের অন্যান্য একাধিক জায়গাও। প্রসঙ্গত ভুল ভুলাইয়া ২ ছবিতে বিদ্যার জায়গায় মঞ্জুলিকার চরিত্রে ছিলেন টাবু। সূত্রের খবর অনুযায়ী বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি ভুল ভুলাইয়া ২ এরও অংশ ছিলেন। এবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে এই ছবি।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments