• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Travel

কলকাতা থেকে এবার জলপথে যাওয়া যাবে থাইল্যান্ড , শ্রীলঙ্কা!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: রাজ্যের পরিকাঠামোর প্রশংসা করে কেন্দ্রের উদ্যোগ, ‘রিভার ট্যুরিজম’-এর জন্য আদর্শ কলকাতা। কেন্দ্রের তরফে রাজ্যকে নদী পর্যটনে আদর্শ জায়গা হিসাবে ধরা হচ্ছে। আন্তঃদেশীয় জলপথ নিগমের প্রথম কনফারেন্স হল কলকাতায়। হাজির ছিলেন ২০ রাজ্যের মন্ত্রীরা। পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ। বিভিন্ন ভাবে নদীপথ সংযুক্ত আছে।আগামী দিনে তাই রিভার ক্রুজ ট্যুরিজম চালু হবে কলকাতা থেকেই। ১০০০ ভেসেল, ফেরি যে কারণে নামানো হবে।গ্রীন ভেসেলের সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রের দাবি, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কার যাতায়াত সহজ হবে কলকাতা থেকেই। সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার এই বিষয়ে যথাযথ সাহায্য করছে।

নদী পর্যটনে নতুন মাইলস্টোন ছুঁতে চলেছে ভারত। যার অন্যতম শরিক হতে চলেছে কলকাতা। গত ১৩ জানুয়ারি নরেন্দ্র মোদীর  নির্বাচনী কেন্দ্র, উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিশ্বের দীর্ঘতম ক্রুজ় সফর চালু হতে যাচ্ছে। কলকাতা, ঢাকা হয়ে সেই বিলাসবহুল ক্রুজ় শেষে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা-সহ ভারত এ বং বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদী দিয়ে ওই ক্রুজ় চলাচল করবে। ক্রুজ়ের রুটে পড়ছে সুন্দরবন এবং কাজিরাঙা জাতীয় উদ্যান। বারাণসীতে ঘাটের গঙ্গারতি চাক্ষুষ করা যাবে। প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে মোট ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। যার হাত ধরে আগামী দিনে ভারতের পর্যটন ব্যবসায় নতুন জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে লাভবান হবে বাংলাও।

আশা করা হচ্ছে, ভারত-বাংলাদেশ জলপথে যোগাযোগ আরও বাড়বে।পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে ভারতে পর্যটন ব্যবসার বিপুল সম্ভাবনা। সে দিকে তাকিয়েই কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ করছে। বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য গঙ্গা, ব্রহ্মপুত্র-সহ দেশের বিভিন্ন নদীপথ ও তার দু’ধারের নৈসর্গিক সৌন্দর্যকে তুরুপের তাস করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। তারই অঙ্গ হিসেবে ক্রুজ় চলবে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত। বারাণসী থেকে ডিব্রুগড় যেতে প্রায় ৫০ দিন সময় লাগবে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments