• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

৫০- এ পা রাখলেন ' গ্রীক গড '! নিজের ৫০ বছরের জীবনে ঠিক কত টাকা কামিয়েছেন তিনি?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: সকলের হৃদয় তোলপাড় করা বলিউডের গ্রীক গড তিনি। অভিনেতা হৃতিক রোশন বরাবরই মেয়েদের ক্রাশ। তাঁর প্রথম এন্ট্রি থেকেই মুগ্ধ করেছিলেন ভক্তদের। দেখতে দেখতে পঞ্চাশ বছরে পা দিলেন অভিনেতা। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও দুই ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে মাঝেমধ্যেই। তাঁর নতুন বান্ধবী সাবার সঙ্গে বহুবার তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় পার্টি করতে। জানেন কি বলিউড অভিনেতা তাঁর দীর্ঘ কেরিয়ারে ঠিক কত সম্পত্তির মালিক হয়েছেন? তাঁর সম্পত্তির হিসেব দেখলে চমকে উঠবে যে কেউ। মুম্বইয়ে প্রায় ১০০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছেন। একটি অ্যাপার্টমেন্ট একটি ডুপ্লেক্স পেন্টহাউস, এবং অন্যটি একটি একতলা বাড়িও রয়েছে তাঁর৷ ২০২৩ সাল পর্যন্ত নথি অনুযায়ী, অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩১০১ কোটি টাকা।

অনুমান করা হচ্ছে প্রতিটি ফ্ল্যাট প্রায় ৯৭.৫ কোটি মূল্যের। জুহু-ভারসোভা লিঙ্ক রোডের একটি বিল্ডিংয়ের ১৪, ১৫ এবং ১৬ তলায় অ্যাপার্টমেন্টগুলি রয়েছে। মুম্বই মিররের রিপোর্ট অনুসারে, অ্যাপার্টমেন্টটি আরব সাগরের দিকে মুখ করে প্রায় ৩৮০০০০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। যেখানে একটি ৬৫০০ বর্গফুটের টেরেস রয়েছে এবং পরিবারের জন্য ১০টি পার্কিং এরিয়াও রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, হৃত্বিক ২৭৫৩৪ বর্গফুট জুড়ে বিস্তৃত ডুপ্লেক্সের জন্য ৬৭.৫ কোটি এবং ১১১৬৫ বর্গ ফুট জুড়ে বিস্তৃত ১৪ তলা অ্যাপার্টমেন্টের জন্য প্রায় ৩০ কোটি টাকা প্রদান করেছেন। প্রতিবেদন অনুসারে, রোশানরা একটি অ্যাপার্টমেন্টও সেখানে ভাড়া নিয়েছিলেন। হৃত্বিকের তালিকায় রয়েছে একাধিক বহুমূল্যের গাড়ির কালেকশন। প্রায় তিন কোটি টাকার নিজস্ব ভ্যানিটি ভ্যান থেকে শুরু করে এমন কিছু গাড়ি রয়েছে, যা তাবড় অভিনতাদের তালিকায় নেই বলা চলে। এছাড়াও অভিনেতার একটি নিজস্ব কোম্পানি রয়েছে, যার নাম এইচআরক্স। খেলাধূলার পোশাকের এই কোম্পানির বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments