শীর্ষ টাইমস ডেস্ক: আগামিকাল অর্থাৎ শনিবার মুম্বইয়ে মেয়ে ইরা ও জামাই নুপূরের জন্য গ্র্যান্ড রিসেপশন আয়োজন করেছিলেন আমির। খানদানের প্রথম তারকা হিসাবে জামাই ঘরে আনলেন মিস্টার পারফেকশানিস্ট। আমিরের মেয়ের রিসেপশনে আমন্ত্রিতের সংখ্যা ২৫০০ জন। শাহরুখ খান, সলমন খানের পরিবার-সহ কাপুর খানদান, দেওল পরিবার এবং আম্বানিদের নেমন্তন্ন করেছেন আমির। রিসেপশনের ভেনু হতে চলেছে আম্বানিদের নীতা মুকেশ আম্বানি কালচাব়্যাল সেন্টার।
অতিথিদের জন্য খাবারের এলাহি বন্দোবস্ত করেছিলেন আমির। দেশের ৯ রাজ্যের খাবার থাকছে তালিকায়। যার মধ্যে সবচেয়ে এগিয়ে গুজরাতি কুইসিন, এর বাইরে থাকবে জিভে জল আনা মহারাষ্ট্রীয়ান ও লখনউভি খানা। ব্যক্তিগতভাবে মেয়ের বিয়ের জশনে সকলকে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন আমির। মুম্বইতে গত ৩রা জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন ইরা খান ও নূপুর শিখরে। তারপর উদয়পুরে খ্রিস্টান রীতিমেনে ডেস্টিনেশন বিয়ে। মেহেন্দি, সঙ্গীতেই আটকে থাকেনি ইরার প্রাক-বিয়ের অনুষ্ঠান। পাজামা পার্টি করেছেন বর-কনে। হই-হুল্লোড়ের পর্ব শেষে গত বুধবার রাতে হোয়াইট ওয়েডিং সারলেন ইরা-নূপুর।
প্রসঙ্গত, আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা। আমির এবং রিনা প্রায় পনের বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তারপর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। মায়ের কাছে বড় হলেও বাবা আমির ও সৎ মা কিরণের সঙ্গে বরাবরই দারুণ বন্ডিং ইরার। তাই নিজের প্রেম নিয়ে কোনওদিন রাখঢাক রাখেননি ইরা। আমিরের ফিটনেস কোচের সঙ্গে ইরার প্রেম নিয়ে কম চর্চা হয়নি পেজ থ্রি-র পাতায়। বরাবর পরস্পরকে আগলে রেখেছেন দুজনে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আংটি বদল সেরেছিলেন ইরা-নুপূর। এখন তাঁরা স্বামী-স্ত্রী।
ছবি: সংগৃহীত
Leave Comments