শীর্ষ টাইমস ডেস্ক: বাংলা ছবির জগতের সেরা কয়েকজন অভিনেত্রীর নাম বললেই উঠে আসে দেবশ্রী রায়ের নাম। মূলধারার ছবি থেকে আর্ট ফিল্ম, সর্বত্রই তাঁর সমান বিচরণ। তবে একটা সময়ের পরে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি ফিরেছিলেন ছোটপর্দায়। তবে টেলিভিশনে সেভাবে সাফল্যের মুখ দেখেননি অভিনেত্রী। তবে এবার তিনি হাজির ওয়েব প্ল্যাটফর্মে। অনলাইনে কেমিস্ট্রি পড়াচ্ছেন দেবশ্রী রায়। ব্যাপার কী? সব ছেড়ে হঠাৎ কেমিস্ট্রি কেন?
পঞ্চাশের শেষে সুচরিতা লাহিড়ী জীবনের এক সন্ধিক্ষণে নিজেকে নতুনভাবে খুঁজে পান। ত্রিশ বছর ধরে একজন আমলাকে বিয়ে করা এবং সফল সন্তানদের লালন-পালন করা সত্ত্বেও, তাঁর পরিবারের অন্তর্নিহিতদ্বন্দ্ব তাঁকে নিজের পরিচয় এবং মর্যাদা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। সুচরিতা তাঁর নিজস্ব পথ তৈরি করার সিদ্ধান্ত নেয়। সংসারের বাইরে কেমিস্ট্রির প্রতি তাঁর আবেগকে পুনরুজ্জীবিত করে একটি অনলাইন চ্যানেল, "কেমিস্ট্রি মাসি"-র মাধ্যমে। যেখানে তিনি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কেমিস্ট্রি পড়ান কিন্তু অনন্য এবং প্রাসঙ্গিক উপায়ে।
তাঁর জনপ্রিয়তা এমন বৃদ্ধি পায় যেখানে তিনি প্রবেশিকা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের পড়াতে শুরু করেন। তাঁর জনপ্রিয়তা একটি অন্ধকার মোড় নেয় যখন তাঁর প্রস্তাবিত প্রশ্নপত্রগুলি একটি কাকতালীয়ভাবে একটি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই ঘটনার সঙ্গেই তাঁর পারিবারিক সমীকরণগুলিও পরিবর্তিত হতে থাকে। এবার এই কেমিস্ট্রি মাসির চরিত্রে অভিনয় করতে চলেছেন দেবশ্রী রায়। এই সিরিজের হাত ধরেই ওয়েবে ডেবিউ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী।
ছবি: সংগৃহীত
Leave Comments