• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

২৯ বছর পর অস্কারে মনোনীত শাহরুখ - কাজলের ' আইকনিক গান '!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে এ বছর নাকি অস্কারে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে শাহরুখ খানের ডাঙ্কি। এবার শনিবার অস্কারের আয়োজক ‘দ্য অ্যাকাডেমি’ তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শাহরুখ খানের আইকনিক বলিউড ফিল্ম ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানটির একটি ক্লিপ পোস্ট করেছে। তা দেখেই উচ্ছ্বসিত শাহরুখ ফ্যানেরা।

শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলফলক। বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র মুক্তি পায় ১৯৯৫ সালের ২০ অক্টোবর। প্রজন্মের পর প্রজন্মের জন্য রোমান্সকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছে এই ছবি। মুক্তির কয়েক দশক পড়েও মুম্বইয়ের মারাঠা মন্দিরে এখনও নিয়মিত চলছে এই ব্লকবাস্টার। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে থিয়েটার চলা চলচ্চিত্র এটি। এবার অ্যাকাডেমি কর্তৃপক্ষ তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শাহরুখের গানটির একটি ক্লিপ শেয়ার করেছে। গানটিকে ‘ক্লাসিক’-এর খেতাবও দিয়েছে তাঁদের পোস্টের ক্যাপশনে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments