• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

'টুয়েলভথ ফেল '- এর সাফল্যের পর, সরাসরি হিরানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিক্রান্ত!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: 'টুয়েলভথ ফেল '-এর অভাবনীয় সাফল্যের পর এখন বলিউডের ‘হট প্রপার্টি’ হয়ে উঠেছেন বিক্রান্ত মাসে। বিধু বিনোদ চোপড়ার ছবির নাম যতই ‘টুয়েলভথ ফেল’ হোক না কেন বক্স অফিসে কিন্তু দুর্দান্ত রেজাল্টের সঙ্গে পাশ করেছে ছবিটি। এদিকে এই ছবির সাফল্যের পর বিক্রান্তের কাজের ঝুলিটা এখন বেশি ভারী। শীঘ্রই রাজু হিরানির সঙ্গেও একটা ওটিটি প্রকল্পে কাজ করতে চলেছেন বিক্রান্ত। আর এবার একতা কাপুরের ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতেও দেখা যাবে বিক্রান্ত মাসেকে, যে ছবি ২০০২ সালে ‘গুজরাটে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও 'গুজরাটে সাম্প্রদায়িক হিংসা’কে প্রেক্ষাপট করে তৈরি হবে বলে জানা যাচ্ছে।

ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি এক্স- হ্যান্ডেলে লিখেছেন, একতা কাপুর ‘সবরমতী রিপোর্ট’ এর ঘোষণা করেছেন যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বিক্রান্ত মাসে। যে ছবির কথা ঘোষণা করা হয়েছে, সেটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি যাত্রা করেছিল সবরমতি এক্সপ্রেস। আর ছবির নাম দ্যা সবরমতি এক্সপ্রেস। ছবিতে বিক্রান্ত মাসে ছাড়াও রয়েছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা, ছবিটি পরিচালনা করছেন রঞ্জন চন্দেল। ২০২৪-এর ৩ মে-এ ছবিটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ২০০২ সালের ওইদিন সকালে গোধরা থেকে ছাড়া সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় কিছু লোকজন। ট্রেনের ভিতরে ছিলেন অযোধ্যা থেকে ফিরে আসা ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী এবং করসেবক। তাঁরা সেই দুর্ঘটনায় পুড়ে মারা যান। এই ঘটনা ঘিরে বহু বিতর্ক রয়েছে। এই ঘটনার পরেই গুজরাটে তীব্র অশান্তির সৃষ্টি হয়। সেই বিষয়বস্তকে প্রেক্ষাপট করেই তৈরি হবে একতা কাপুর প্রযোজিত ছবি 'দ্য সবরমতী রিপোর্ট'।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments