শীর্ষ টাইমস ডেস্ক: ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক। এদিন ইনস্টাগ্রামে দুজনের বিয়ের ছবি শেয়ার করেন শোয়েব মালিক। ১৮ জানুয়ারি করাচিতে যুগল বিয়ে করে বলে পাক ক্রিকেটারের পরিবার সূত্রে খবর। বিয়ের পর সানা জাভেদ সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের নাম বদলে রেখেছেন সানা শোয়েব মালিক। বেশ কিছুদিন ধরেই সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিক ডেটিং করছেন বলে শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন আরও তীব্র হয় গতবছর যখন সানা জাভেদের জন্মদিনে শোয়েব মালিক তাঁদের দুজনের একটি ছবি শেয়ার করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন বন্ধু।"
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই শোয়েব মালিকের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সংবাদ জানানো অবাক করেছে সবাইকেই। প্রসঙ্গত, ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। পরে পাকিস্তানের শিয়ালকোটে হয় ওয়ালিমা অনুষ্ঠান। এরপর ২০১৮ সালে মালিক ও মির্জার ছেলে ইজহানের জন্ম হয়। এখন বেশ কিছু দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের ডিভোর্সের গুঞ্জন শোনা গেলেও, প্রকাশ্যে এবিষয়ে কোনও কিছু-ই বলেননি শোয়েব মালিক। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ বা ডিভোর্সের ঘোষণাও করেননি। শুধু ইনস্টাগ্রামে সানিয়া মির্জাকে নিয়ে লেখা বায়োও মুছে দেন। যা দেখেই দুয়ে দুয়ে চার করতে কোনও সমস্যা হয়নি নেটিজেনদের।
ছবি: সংগৃহীত
Leave Comments