শীর্ষ টাইমস ডেস্ক: ফেব্রুয়ারির শুরু থেকেই পুনম পাণ্ডেকে নিয়ে উত্তাল বলিউড থেকে শুরু করে গোটা নেটপাড়া। এই সবের সূত্রপাত পুনমের ভুয়ো মৃত্যুর খবর থেকে। এই ভুয়ো খবর ছড়ানোর কারণে বলিউডের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের থেকে কটাক্ষ শুনেছেন মডেল। তবে এবার আইনি বিপাকে পুনম।
কানপুরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানান ফয়জান আনসারি নামে এক ব্যক্তি। তার অভিযোগের প্রেক্ষিতে দায়ের হয়েছে এফআইআর। পুনম ও তাঁর স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করে অভিযোগ জমা পড়েছে কানপুরের পুলিশ কমিশনারের কাছে। ওই অভিযোগকারী এফআইআর-এ লেখেন, ‘‘পুনম ও তাঁর স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়ো খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশে করেছেন।’’
ছবি: সংগৃহীত
Leave Comments