• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

মাত্র ১৯ বছর বয়সে মৃত্যুর কোলে আত্মসমর্পন করল, আমির খানের 'অনস্ক্রিন কন্যা '!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: অকালেই শেষ হয়ে গেল আমির খানের অনস্ক্রিন কন্যার জীবন। মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত ‘দঙ্গল’ ছবির শিশু অভিনেত্রী সুহানি ভাটনগর। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। ‘দঙ্গল’-এ আমির খানের সঙ্গে সুহানি অভিনয় করেছিলেন নামী কুস্তিগীর ববিতা ফোগতের শৈশবকালীন ভূমিকায়।

২০১৬ সালে নীতেশ তিওয়ারির পরিচালনায় মুক্তি পেয়েছিল আত্মজীবনীমূলক ক্রীড়াকেন্দ্রিক ছবি ‘দঙ্গল’। অপেশাদার কুস্তিগীর মহাবীর ফোগত কীভাবে সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে তাঁর দুই মেয়ে গীতা এবং ববিতাকে ভারতের মাটি থেকে প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হিসেবে গড়ে তুললেন-সেই আখ্যান ঘিরেই এগোয় চিত্রনাট্য। ছবিতে মহাবীর ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান । ছোট্ট গীতার ভূমিকায় জায়রা ওয়াসিম এবং ববিতার ভূমিকায় সুহানির অভিনয় মন জয় করেছিল দর্শকদের। প্রাপ্তবয়স্ক গীতার চরিত্রে ছিলেন ফতিমা সানা শেখ এবং ববিতার চরিত্রে রূপদান করেন সান্যা মালহোত্রা।

‘দঙ্গল’-এর পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সুহানি। মন দিয়েছিলেন পড়াশোনায়। বছর তিনেক আগে পর্যন্তও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তিনি। ছবি শেয়ার করতেন ইনস্টাগ্রামে। তাঁর এই অকালমৃত্যুতে হতবাক বলিউড এবং তাঁর অনুরাগীরা। শোনা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। দিল্লি এইএমস-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা শুরু করা হয় তাঁর। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই এই তরুণ অভিনেত্রীর অকালপ্রয়াণ বলে জানা গিয়েছে। ফরিদাবাদের বাসিন্দা সুহানির শেষকৃত্য শনিবার সম্পন্ন হবে সেই শহরেই।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments