• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

বেঁচে গেছে আইপিএলের দামাম! দেখেনিন কেকেআর - এর ম্যাচের তালিকা

ad

শীর্ষ টাইমস ডেস্ক: প্রতীক্ষার অবসান। আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। চলে এল ক্রোড়পতি লিগের দিনক্ষণ। চব্বিশের আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্য়ায় বিসিসিআই আইপিএলের প্রথম দুই সপ্তাহের নির্ঘণ্ট দিয়েছে। ১০ শহর জুড়ে ২১ ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রতি দল ন্যূনতম তিন ম্যাচ ও সর্বোচ্চ পাঁচটি করে ম্যাচ খেলবে। এখন প্রশ্ন কেন পুরো সূচি দেওয়া হল না? কারণ একটাই- চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। সেই দিনক্ষণ এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিন জানতে পারলেই বিসিসিআই বাকি সূচি ঘোষণা করে দেবে।

এবার আসা যাক কেকেআরের কথায়। ২৩ মার্চ নীতীশ রানাদের প্রথম ম্য়াচ। শুরুটাই হচ্ছে ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ আইদেন মারক্রমের সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর দ্বিতীয় ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাবে। ২৯ মার্চ কেকেআর বনাম আরসিবি। প্রথম পর্বে কেকেআরের তৃতীয় তথা শেষ ম্য়াচ ৩ এপ্রিল। বিশাখাপত্তনমে কেকেআর খেলবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা নির্বাচনরে জন্য আইপিএল পাড়ি জমিয়েছিল বিদেশে। ২০০৯ সালে পুরো আইপিএলই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে আবার টুর্নামেন্টের শুরুর দিকটা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। বাকিটা হয়েছিল ভারতে। বিসিসিআই ভীষণ ভাবে ভারতেই আইপিএল আয়োজন করার চেষ্টায় রয়েছে। টুর্নামেন্টটি যাতে সম্পূর্ণ ভাবে দেশে হয়, তা নিশ্চিত করতে বোর্ড সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কথা বলছে।'

দুবাইয়ে আইপিএল মিনি নিলামে, প্রথমে দর্শকের আসনেই বসেছিল কেকেআর। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়। শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে কলকাতা। মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামে দল, তারা একজনের জন্যই খরচ করে ফেলেছে ২৪ কোটি টাকার উপর!

 

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments