শীর্ষ টাইমস ডেস্ক: দিপীকা পাডুকোন কি গর্ভবতী? বেশ কিছুদিন ধরেই মিডিয়ার অন্দরে এই গুঞ্জনে তোলপাড় বলিউড। সম্প্রতি ‘দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প’। অন্তত তেমনটাই দাবি নেটিজেনদের। দীপিকার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট এই গুজবকে আরও উস্কে দিয়েছে। এই সপ্তাহের শুরুতেই দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয় দিপীকা অন্ত:স্বত্তা। রিপোর্টে আরও দাবি, ‘‘গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন অভিনেত্রী’’। জানা গিয়েছে এখনই কাউকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে চাইছেন না দিপীকা বা রণবীর কেউই।
মনে করা হচ্ছে, সম্প্রতি বাফটা- য় শাড়িটি তিনি এমন ভাবেই পড়েন, যাতে তাঁর স্ফীত মধ্যপ্রদেশ কারও চোখে না পড়ে। পাপারাৎজির ক্যামেরায় স্বচ্ছন্দে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও রকম অস্বস্তি ধরা পড়েনি তাঁর আচরণে। বেবি বাম্প। অনেকের মতে, তাঁরা ফাইটারের প্রচারের সময়ও দিপীকার বেবি বাম্প লক্ষ্য করেছিলেন। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দীপিকা। রণবীরও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের অভিভাবক হওয়ার গুঞ্জনে উত্তাল বলিউড। নেটমাধ্যমেও চলছে বিস্তর আলোচনা। ইতিমধ্যেই অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।
ছবি: সংগৃহীত
Leave Comments