• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন! শাহরুখের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে

ad

শীর্ষ টাইমস ডেস্ক: আলিয়া ভাট এখন চরম ব্যস্ত কেরিয়ার, সন্তান, সংসার নিয়ে। গত কয়েক বছরে একটার পর একটা হিট উপহার দিয়েছেন তিনি। ডার্লিংস, রকি অউর রকি কী প্রেম কাহানি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সদ্যই তিনি তাঁর আগামী ছবি জিগরার শ্যুটিং শেষ করলেন। সেই ছবিটির পরিচালনা করেছেন বসন বালা এবং প্রযোজনা করেছেন করণ জোহর। এছাড়াও তাঁর হাতে আছে সঞ্জয় লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার ছবিটিও। সেখানে তাঁর সঙ্গে দেখা মিলবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের। আর এসবের মাঝে তাঁর নতুন কাজের খবর এল। শাহরুখের সঙ্গে ফের কাজ করতে চলেছেন আলিয়া।

এবার আদিত্য চোপড়ার স্পাইভার্সের অংশ হবেন আলিয়া ভাট! তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ফিল্ম হতে চলেছে এটি। এই স্পাই ইউনিভার্সের এখনও পর্যন্ত সেরা ছবি পাঠান। সব থেকে বেশি ব্যবসা করেছে এই ছবিটি। ভারতীয় বক্স অফিসে প্রায় ৫০০ কোটির বেশি টাকা আয় করেছে। ব্যবসা এবং আয়ের নিরিখে জওয়ান এবং অ্যানিম্যাল, এই দুটো ছবির পর তৃতীয় স্থানে আছে পাঠান। ভারতীয় বক্স অফিসে এটি ৫০০ কোটির বেশি আয় করেছে, বিশ্বজুড়ে সংখ্যাটা ছাড়িয়েছে ১০০০ কোটি। এবার জানা গেল ছবির নির্মাতারা নাকি আলিয়ার ছবির সঙ্গে শাহরুখের পাঠানের একটি যোগসূত্র তৈরি করতে চাইছেন। বলিউড লাইফের একটি খবর অনুযায়ী জানানো হয়েছে লেখকরা একটি বিষয় নিয়ে ভাবছেন। সেখানে ঠিক করা হয়েছে যে আলিয়া ভাটকে শাহরুখ খানের আশ্রিতা হিসেবে দেখানো হবে। আবার জানা যাচ্ছে আলিয়ার সেই ছবির নাকি শাহরুখের ক্যামিও দেখা যাবে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments