শীর্ষ টাইমস ডেস্ক: শ্রীময়ী-কাঞ্চনের বিয়ে নিয়ে চর্চা চারিদিকে। এর মাঝেই সামনে এল টলিপাড়ার বড় ব্রেকিং নিউজ। তিন নম্বরবার বিয়ের পিঁড়িতে গায়ক অনুপম রায়। ‘তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর’ গায়কের জীবনে আবারও বসন্তের ছোঁয়া। হ্যাঁ, গত নভেম্বরে সাত পাক ঘুরেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পরম-পিয়ার বিয়ে নিয়ে চর্চার থিতু হতে না হতেই ছাদনা তলায় বসছেন অনুপম। কিন্তু অনুপম বিয়েটা করছেন কাকে? গত বছরের জল্পনা সত্যি করে টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুপম, এমনটাই জল্পনা টলিগঞ্জের অন্দরে। আগামী ২রা মার্চ বিয়ে সারবেন দুজনে।
২০২১ সালের শেষের দিকে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম। তাঁর জীবনের ‘সবচেয়ে বড় ক্ষতি’ পিয়ার সঙ্গে বিচ্ছেদ সে-কথা নিজের মুখেই জানিয়েছেন অনুপম রায়। শুধু ছ-বছরের দাম্পত্য নয়, কলেজ জীবনের বন্ধুত্ব দুজনের। আচমকা সবটা শেষ হয়ে যাওয়াটা বড় ধাক্কা ছিল গায়কের কাছে। বন্ধুত্ব আগে থেকেই ছিল অনুপম-প্রশ্মিতার। গায়কের বিচ্ছেদের পর সেই বন্ধুত্বের রঙ আরও গাঢ় হয়। দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনে। দু-বার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। তবে এইভাবে যে নিজের কথা এত দ্রুত মিলিয়ে দেবেন তিনি, তা বোধহয় কেউ আশা করেনি।
গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রশ্মিতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। সেখানে অনুপমের হাতেগোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশ্মিতাও। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, অন্যদিকে প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তাই দুইয়ে দুইয়ে চার করবার চেষ্টা করছেন অনেকেই। যদিও সেইসময় অনুপম রায় জানিয়েছিলেন, প্রশ্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা নাকি নয়। তবে বছর বদলের সঙ্গে সঙ্গে অনুপমের মনের রঙও বদলেছে। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন প্রশ্মিতা।
ছবি: সংগৃহীত
Leave Comments