শীর্ষ টাইমস ডেস্ক: বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ। গজল সম্রাট পঙ্কজ উধাসের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার খবর। সোমবার বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি। পঞ্চায়েত 2-এর জন্য জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়া গায়ক ছোটু পান্ডেও মারা গিয়েছেন। দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকা-সহ ন’জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার, পুলিশ দাবি করেছে যে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি সংগীতশিল্পী ছোটু পান্ডে-সহ ন’জন প্রাণ হারিয়েছেন। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পঞ্জাব কেশরির রিপোর্ট অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে ঘটনাটি ঘটেছে। মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে। অন্য নিহতদের নাম আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডে। যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে বক্সারের বাসিন্দা ভোজপুরি গায়ক ছোটু পান্ডে, তাঁর ভাগ্নে অনু পান্ডে, গীতিকার সত্য প্রকাশ মিশ্র বৈরাগী, বারাণসীর বাসিন্দা অভিনেত্রী সিমরন শ্রীবাস্তব এবং আঁচল তিওয়ারি ছিলেন বিখ্যাত মুখ। এঁরা সকলেই ছিলেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ। তাঁর মৃত্যুতে ভোজপুরি চলচ্চিত্র জগতে শোকের ছায়া।
সূত্রের খবর, ভোজপুরি গায়ক ছোটু পান্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। এই সময় তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং একটি ট্রাকের ধাক্কায় দুই অভিনেত্রী-সহ ন’জন মারা যান। কাইমুরে জাতীয় সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি এতটাই মারাত্মক হয়ে ওঠে যে ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত যায়নি তাদের। ঘটনায় এনএইচ ২-এ দীর্ঘক্ষণ জ্যাম ছিল। পুলিশ খবর পেয়েই পৌঁছে যান ঘটনাস্থলে। এবং যানবাহনগুলিকে সরিয়ে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
ছবি: সংগৃহীত
Leave Comments