• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

তবে কি সোহিনীর সাথে চুপিচুপি বাগদান সেরে নিল শোভন? হাতের আংটি কিছুটা তারই ইঙ্গিত দিচ্ছে

ad

শীর্ষ টাইমস ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার আর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক আজ যেন ওপেন সিক্রেট। তাঁরা কখনও প্রেমের কথা প্রকাশ্যে বলেননি। কিন্তু, সোশ্যাল মিডিয়ার যুগে ছবি দেখে বোঝাই যায় প্রেম করছেন এই তারকাযুগল। প্রেমচর্চার মাঝেই সোহিনীর বার্থডে পার্টিতে দেখা যায় শোভনকে। বিয়ে বাড়িতে একসঙ্গে ছবি তোলেন। এমনকী ভ্যালেন্টাইনস ডে-তে সুইডেনে বরফের মাঝে একই ব্যাকগ্রাউন্ডে সোহিনী আর শোভন তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে ছবি শেয়ার করেছেন। যা দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। এবার একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। নজর কেড়েছে শোভনের অনামিকার আংটি। নেটপাড়ার দাবি, বরফের দেশেই চুপিসারে বাগদান সেরেছেন টলিপাড়ার এই চর্চিত লাভ বার্ডস।

প্রসঙ্গত, শোভন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। বরফের মাঝে একেবারে রোম্যান্টিক মুডে গায়ক। এক প্যায়ার কা নাগমা গান গাইছেন শোভন। ফেসবুকে শেয়ার করা ওই ভিডিয়োতে জ্বলজ্বল করছে শোভনের অনামিকার আংটি। এরপরই নেটিজেনদের সিংহভাগ মনে করছেন প্রেমদিবসে বিদেশে ঘুরতে গিয়েই জীবনে আরও একধাপ এগিয়ে গেলেন সোহিনী-শোভন। সত্যিই বাগদান সেরে ফেললেন প্রেমিকযুগল? জানতে আগ্রহী জুটির ভক্তরা। একইসঙ্গে সকলের মনে প্রশ্ন জাগছে, ক্যামেরার নেপথ্যে কে? গান গাওয়ার সময় আঙুল দিয়ে ক্যামেরার ওপারের মানুষটিকে দেখাচ্ছেন আর চোখে-মুখে রয়েছে তৃপ্তির হাসি। যা দেখে সকলে একশো শতাংশ নিশ্চিত, উলটো দিকের মানুষটি সোহিনী ছাড়া আর কেউ নন।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments