• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

আম্বানিদের অনুষ্ঠানে এসেছেন রিহানা! জানেন কত পারিশ্রমিক নিচ্ছেন তিনি?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: গুজরাতের জামনগরে বসছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের আসর। অনুষ্ঠানে যোগ দিতে হাজির হচ্ছেন বলিউড থেকে হলিউড তারকারা। সেই চাঁদের হাটের মধ্যে অন্যতম অতিথি পপ আইকন রিহানা।

হলিউড স্টার রিহানা খুব কমই প্রাইভেট ইভেন্ট করেন। জানা গিয়েছে, এবার অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিহানা। কিন্তু সেই অনুষ্ঠানের জন্য ঠিক কতটা পারিশ্রমিক নিয়েছেন জানেন। জানা গিয়েছে, রিহানা অনুষ্ঠানের জন্য ৫ মিলিয়ন ডলার নিচ্ছেন আম্বানিদের থেকে। যার ভারতীয় অর্থে ৫২ কোটি টাকা। অনন্ত-রাধিকা প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হবে ১ মার্চ থেকে। 

২৯ ফেব্রুয়ারি রিহানা তাঁর দল নিয়ে জামনগর এসে পৌঁছায়। জামনগরে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। ভাইরাল রিহানার ভারতে পা রাখার ভিডিয়ো। দেখা যায়, পরপর গাড়িতে করে বড়বড় লাগেজ। ভিডিয়োতে, অনেক ট্রাককে একটি লাইন দিয়ে যেতে দেখা যায় যার উপর প্যাক করা পণ্যগুলি দৃশ্যমান। এই ভিডিও দেখে সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করছে। বলা হচ্ছে জামনগরে এমন কিছু ঘটতে চলেছে যা ভারতীয় বিয়েতে আগে কখনও ঘটেনি।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments