শীর্ষ টাইমস ডেস্ক: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির প্রায় গোটা বলিউড। বিচ্ছেদের জল্পনা উড়িয়ে জামনগরে হাজির বচ্চন পরিবারও। ৩ মার্চ সোমবার ছিল অনুষ্ঠানের তৃতীয় দিন। সেদিনের বহু তারকার ছবি নেটমাধ্যমে শেয়ার হয়। তবে এবার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে অভিষেক-ঐশ্বর্যের মেয়ে আরাধ্যা বচ্চন। আম্বানিদের অনুষ্ঠানে আরাধ্যার পরনে ছিল গোলাপি এবং সাদা রঙের পোশাক। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আরাধ্য়া তাঁর মায়ের সঙ্গে ইভেন্টে প্রবেশ করছেন। অন্য এক ভিডিয়োতে আরাধ্যাকে তাঁর বাবা-মায়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। যেখানে তাঁরা ঢোলের তালে তাল মিলিয়েছেন।
একবারে অন্য লুকে হাজির হয়েছেন অভিষেক কন্যা আরাধ্যা। গত কয়েক বছর ধরেই ছবি কিংবা ভিডিয়োতে আরাধ্যাকে দেখা গিয়েছে তাঁর ব্যাংস হেয়ার স্টাইলে। তবে রবিবার হঠাৎ করেই নিজের লুক বদল করে নিয়েছেন আরাধ্যা। আরাধ্যার নতুন লুক প্রকাশ্যে আসায় ঝড়ের গতিতে তাঁর ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। নেটমাধ্যমে আরাধ্যাকে দেখে ফ্যানেরা প্রশংসার ঝড় তোলে। এক নেটিজেন লেখেন, 'আরাধ্যাকে ব্যাংস ছাড়া খুবই সুন্দর লাগছে', আবার কেউ লেখেন, 'আমি বলেছিলাম যে আরাধ্যা অত্যাশ্চর্য এবং তাঁর মা-ও তাই।' আবার আরেকজন ফ্যান লেখেন, 'তিনি ঐশের হুবহু প্রতিরূপ।'
এর আগে অনেকেই আরাধ্যার ব্যাংস হেয়ারকাট লুকের জন্য সমালোচনা করেছিলেন। এমনও শোনা যায় যে, ঐশ্বর্য তাঁর মেয়ের বাচ্চা লুক ধরে রাখার জন্য এতদিন ধরে এই হেয়ারকাট করিয়ে রেখেছিলেন। আবার এ-ও শোনা গিয়েছিল যে, আরাধ্যার ব্যাংসগুলি নাকি। শুধুমাত্রই বাচ্চা হয়ে দেখানোর জন্য এই লুক ছিল।
ছবি: সংগৃহীত
Leave Comments