• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

উইমেন্স প্রিমিয়ার লিগে জয়ী ব্যাঙ্গালোর! ভিডিও কলে শুভেচ্ছা বার্তা কোহলির

ad

শীর্ষ টাইমস ডেস্ক: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লো স্কোরিং ফাইনালে সহজেই দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। আইপিএলে ১৬ বছরেও ট্রফি খরা এখনও কাটাতে পারেনি বিরাট কোহলিরা। স্মৃতি মন্ধনাদের হাত ধরে আরসিবির ক্যাবিনেটে এল প্রথম উইনিং ট্রফি। জয়ের পর আরসিবি মহিলা দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানান বিরাট কোহলি।

আরসিবি মহিলা দল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফাইনাল ম্যাচ শেষ হতেই স্মৃতি মন্ধনার সঙ্গে ভিডিও কলে কথা বলেন তারকা ব্যাটার। যা তারা এতদিনে কতদিনে পারেননি সেটাই করে দেখিয়েছে মহিলা দল। স্মৃতি ও তাঁর দলের ভূয়সী প্রশংসা করেন বিরাট কোহলি। গেইল, ম্যাক্সওয়েলদের মত আরসিবির বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতিদের।

প্রসঙ্গত, ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যা দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার ৪৪ ও মেগ ল্যানিংয়ের ২৩ রান ছাড়া কেউ বড় স্কোর করতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ জয় পায় আরসিবি। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫, সোফি ডিভাইন ৩২, স্মৃতি মন্ধনা ৩১ ও রিচা ঘোষ ১৭ রান করেন।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments