শীর্ষ টাইমস ডেস্ক: বিতর্কিত রিয়ালিটি শো 'বিগ বস ওটিটি ২' জেতা ইউটিউবার এলভিশ যাদব গ্রেফতার হওয়ার একদিন পরই রেভ পার্টিতে সাপের বিষের ব্যবস্থা করার কথা স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে। রবিবার সাপের বিষ কাণ্ডে এলভিশকে গ্রেফতার করে নয়ডা পুলিস। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এক বিশেষ সূত্রে জানা গিয়েছে, এলভিশ অতীতে রেভ পার্টিতে সাপ ও সাপের বিষের ব্যবস্থা করতেন। বিভিন্ন রেভ পার্টিতে অভিযুক্তদের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল বলেও স্বীকার করেছে ওই ইউটিউবার। যেহেতু এলভিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। একাধিক সংবাদমাধ্যমের খবরেও বলা হয়েছে, এই আইনে জামিন পাওয়া কঠিন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, রেভ পার্টিতে জব্দ করা নমুনায় সাপের বিষের উপস্থিতি পাওয়ায় আইনি জটিলতায় পড়তে পারেন এলভিশ। এমন খবর প্রকাশিত হওয়ার কয়েকদিন পরই তিনি একটি ভিডিও শেয়ার করে সংবাদমাধ্যম এবং তাঁকে যারা প্রশ্ন করছেন তাদের বিরুদ্ধে তোপ দেগেছেন। একটি ভিডিওতে এলভিশ বলেছিলেন, মিডিয়া তাঁর পিছনে রয়েছে এবং তিনি যা কিছু করেন তা কভার করতে চান। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এলভিশ। ইতোমধ্যেই ইউটিউবার এলভিশ যাদব সহ ছয় জনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০ এ (ফৌজদারি ষড়যন্ত্র) এর অধীনে মামলা করা হয়েছে। এই মামলা আসলে মানেকা গান্ধীর লোকজনের একটি স্টিং অপারেশন ছিল পশুদের জন্য। ফরেনসিক তদন্তে দলটির কাছ থেকে পাওয়া নমুনায় কোবরা এবং ক্রিয়েট প্রজাতির সাপের বিষের ব্যবহার প্রকাশ পেয়েছে।
ছবি: সংগৃহীত
Leave Comments