• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

অজান্তেই করে ফেললেন এক মারাত্মক ভুল! জরিমানা সহ নির্বাসিতও হতে পারেন শুবমান!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে অভিষেকটা দারুণ হয়েছিল শুভমন গিলের। বিগত দুই বছর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেলা শুভমন, গত রবিরার প্রথম ম্যাচেই তাঁর পুরনো ক্যাপ্টেনের দল মুম্বই ইন্ডিয়ান্সকে। হারিয়ে দিয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই হারতে হল শুভমনের গুজরাতকে। রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠে গুজরাতকে ডেকে ৬৩ রানে হারিয়ে দিয়েছে।

এই হারের সঙ্গেই শুভমনের জুড়েছে আরও বড় ধাক্কা। অজান্তেই করে ফেললেন মারাত্মক অপরাধ! যার জেরে বিরাট ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স'। ভবিষ্যতে হতে পারেন নির্বাসিত! শুভমনের দলকে স্লো ওভার রেটের পেনাল্টি দিতে হচ্ছে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু চলতি মরসুমে শুভমনের এটিই প্রথম ওভার-রেট অপধারধ, সেহেতু তিনি ১২ লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড় পেয়ে যাচ্ছেন। তবে এই মরসুমে শুভমন যদি একই দোষে দোষী হন, তাহলে কিন্তু অধিনায়ক হিসেবে তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হতে পারে। ফলে শুভমনকে সতর্ক থাকতে হবে অনেক বেশি। এবার আসা যাক চেন্নাই-গুজরাত ম্যাচের প্রসঙ্গে। 

প্রসঙ্গত শুভমন টস জিতে রুতুরাজদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। সিএসকে রুতুরাজ , রাচিন রবীন্দ্র ও শিবম দুবের ব্যাটে ভর করে ছয় উইকেটে ২০৬ রান তুলেছিল। এই রানই পাহাড় প্রমাণ হয়ে দাঁড়াল শুভমনদের জন্য। দীপক চাহার, মুস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাত ১৪৩/৮ শেষ হয়ে যায়।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments