• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

নাইট বনাম বেঙ্গালুরু নয়, আজ খেলা বিরাট বনাম গম্ভীর!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: শুক্রবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। তবে অনেকের কাছে এই ম্যাচ বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের। গত মরসুমে গম্ভীর ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। সেই সময় মাঠের মধ্যেই বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। এ বার কলকাতার মেন্টর তিনি। শুক্রবার কি আবার গন্ডগোল হবে দু’জনের?

গম্ভীর এবং বিরাটের মধ্যে প্রথম বার গন্ডগোল হয়েছিল ২০১৩ সালে। তখন আরসিবি-র অধিনায়ক ছিলেন বিরাট। কেকেআরের অধিনায়ক গম্ভীর। ১০ বছর পরেও তাঁদের সম্পর্ক যে ঠিক হয়নি, তা বোঝা গিয়েছিল লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচে। কলকাতার প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকও এই দু’জনের লড়াই দেখার অপেক্ষায়। তিনি এখন আরসিবি-র হয়ে খেলেন। কার্তিক হেসে বলেন, “শুক্রবার বিরাট বনাম গম্ভীর। এই লড়াইয়ের দিকেও নজর থাকবে। সেই সঙ্গে মিচেল স্টার্ক বনাম গ্লেন ম্যাক্সওয়েল হবে। বরুণ চক্রবর্তীর সঙ্গে আমার লড়াই হবে।” গম্ভীর খেলার জন্য মাঠে না নামলেও শুক্রবার তাঁর দিকে যে নজর থাকবে, তা বলাই যায়।

প্রসঙ্গত, গত বারের আইপিএলে বিরাট এবং গম্ভীর মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। একে অপরের মুখের কাছে এসে আগ্রাসী ভঙ্গিতে বাক্যবিনিময় করতে থাকেন। দলের অন্য ক্রিকেটারেরা এসে তাঁদের আলাদা করেন। ওই ঘটনায় দু’জনের জরিমানাও হয়েছিল।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments