• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

৯২ বছরের ইতিহাসে প্রথমবার, বাংলাদেশকে হারিয়ে চেন্নাইয়ে ইতিহাস রোহিতের টিম ইন্ডিয়ার

ad

 চেন্নাইয়ে বাংলাদেশকে দুরমুশ করে প্রথম টেস্ট জিতে নিয়েছে রোহিত শর্মার ভারত।২৮০ রানে ম্যাচ জেতায় নতুন এক নজির গড়েছে ভারতীয় ক্রিকেট। 

ভারতের টেস্ট জয়ের সংখ্যা এই প্রথমবার ছাপিয়ে গেল টেস্ট হারের সংখ্যাকেও।৫৮০টি টেস্ট ম্যাচের মধ্যে ভারতের জয়ের সংখ্যা এখন ১৭৯। হার ১৭৮টিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে জয়-পরাজয়ের পরিসংখ্যান ছিল সমান-সমান। চেন্নাই সব অর্থেই ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল।

১৯৩২ সালে লর্ডসে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলে ভারত। সেই টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন সিকে নায়ডু। ভারত অবশ্য প্রথম টেস্ট ম্যাচ হার মানে ১৫৮ রানে। 
প্রথম টেস্ট জয়ের স্বাদ ভারত পায় ১৯৫২ সালে। ইংল্যান্ডকে চেন্নাইতেই হারিয়েছিল ভারত। সেই চেন্নাইয়ের মাটিতেই ভারত ১৭৯-তম টেস্ট জয় পেল।

বাংলাদেশ যে বড় ব্যবধানে হারতে চলেছে, তা মোটামুটি জানাই ছিল। কিন্তু কতক্ষণ ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারেন শাকিব-শান্তরা, সেটাই ছিল দেখার। রবি সকালে লাঞ্চের আগেই থেমে গেল বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বেসামাল হয় বাংলার বাঘেরা।

You can share this post!

Leave Comments