• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ডুরান্ডের বদলা আইএসএলে! দুবার পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

ad

প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর আইএসএলের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান। দুবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনল সবুজ-মেরুণ ব্রিগেড। একইসঙ্গে নর্থইস্টের বিরুদ্ধে ডুরান্ড কাপ হারের নধুর প্রতিশোধও নিল মোহনবাগান। খেলার ফল ৩-২। বাগানের হয়ে গোল করলেন দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোস ও জেসন কামিন্স। সবুজ-মেরুণের জয়ে বড় ভূমিকা নিলেন দুই বাংলার ছেলে।

এদিন ম্যাচের প্রথম হাফে কিছুটা ছন্নছাড়া লাগছিল হোসে মলিনার দলকে। ম্যাচের প্রথম মিনিটেই আলাদিনের শট বাগানের পোস্টে লেগে ফেরে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোল করে নর্থইস্ট। আলাদিনের পাস থেকে দুরন্ত গোল করেন বেমামের। যদিও লিড বেশি সময় ধরে রাখতে পারেনি নর্থইস্ট। পেত্রাতোসের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন দীপেন্দু বিশ্বাস। গোল খেয়ে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় নর্থইস্ট। কাউন্টার অ্যাটাকে উঠে গোল করে যান আলাদিন। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নর্থইস্ট ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খোলস ছেড়ে বের হয় মোহনবাগান। ম্যাচের ৬১ মিনিটে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান শুভাশিস বোস। যদিও সেই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়। সমতায় ফেরার পর আক্রমণের মাত্রা আরও বাড়ায় সুবজ মেরুণ ব্রিগেড। ম্যাচের নির্ধারিত সময়ে শেষের দিকে ৮৭ মিনিটে সবুজ-মেরুণের হয়ে ম্যাচ উইনিং গোল করেন জেসন কামিন্স।

বাঁ দিক সাহালের বাড়ানো নিচু ক্রস পান অরক্ষিত থাকা জেসন কামিন্স। নর্থইস্টের রক্ষণের ভুলে চকিতে শটে বল জালে জড়িয়ে দেন কামিন্স। ৯০ মিনিটের ম্যাচ শেষে ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। একাধিক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি নর্থইস্ট। ম্যাচ জিতলেও গোল খাওয়ার সমস্যা কিছুটা হলেও চিন্তায় রেখেছে বাগান কোচকে। তবে দল জয়ে ফেরায় খুশি সমর্থকরা।

You can share this post!

Leave Comments