• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

চোট আঘাতে জর্জরিত কেরিয়ার, ৩১ বছরেই ফুটবলকে বিদায় জানালেন বিশ্বজয়ী ফরাসি তারকা

ad

আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নিয়েছিলেন। কিন্তু পুরোপুরি ফুটবলকে বিদায় জানানোর কোনও ইঙ্গিতই সাম্প্রতিককালে তিনি দেননি। অথচ বুধবার সবাইকে কার্যত অবাক করেই সোশ‌্যাল মিডিয়ায় ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন রাফায়েল ভারানে।

৩১ বছরের প্রাক্তন ফরাসি তারকার এই হঠাৎ অবসরে গোটা ফুটবল দুনিয়া হতবাক হয়ে গিয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের কয়েক মাস পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ভারানে। রিয়াল মাদ্রিদে সাফল্যের সঙ্গে দীর্ঘদিন খেলার পর ২০২১ সালে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন। ইউনাইটেডে সেভাবে সাফল‌্য না পেলেও তিন বছর খেলেন। ম‌্যান ইউয়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর চলতি মরশুমে সই করেন ইতালির ক্লাব কোমোতে।

You can share this post!

Leave Comments