প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:
নাম গৌরাঙ্গ চক্রবর্তী জন্ম ১৬ই জুন ১৯৫০ সালে। কলকাতার এক সামান্য গরিব ঘরের জন্ম নেয়া ছেলে যে ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রি আইকন হয়ে দাঁড়াবে সেটা কে বা জানতো। হ্যাঁ এই সাধারন ধুতি পাঞ্জাবি পরা ব্যক্তিটি আর কেউ নয় সকলের প্রিয় মিঠুন দা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতায় এক বাঙালি হিন্দু পরিবারে বসন্তকুমার চক্রবর্তী এবং শান্তি রানী চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি অরিয়েন্টাল সেমিনারি তে অধ্যায়ন করেন এবং তারপর তার বিএসসি অর্জন করেন। কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নের ডিগ্রী নেন এবং পরে তিনি পুনে ফিল্ম ইন্ডাস্ট্রি এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ দা ইন্ডিয়া থেকে স্নাতক পাস করেন। তিনি ছাত্র থাকাকালীন ন নকশালাইস্ট হন। কিন্তু তারপরে তার একমাত্র ভাই একটি দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর তিনি নকশালাইস্ট ছেড়ে
তার নিজের পরিবারের কাছে ফিরে আসেন।
মৃণাল সেন পরিচালিত আর্ট হাউস ড্রামা '' মৃগয়া " থেকে তার অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। যার জন্য সে প্রথম ছবিতেই তিনি ভারতবর্ষে শ্রেষ্ঠ অভিনেতার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সেই থেকে তিনি অভিনয় জগতে যাত্রা শুরু করেন এবং একের পর এক ব্লকবাস্টার মুভি তিনি বক্স অফিসে দিয়ে গেছেন। তিনি বাংলা ও হিন্দি মিলে প্রচুর ছবিতে অভিনয় করেছেন। ১৯৮২ সালে ডিস্কো ড্যান্সার মুভিতে তার নাচে পুরো ভারতবর্ষ তথা বিশ্বকে মুগ্ধ করেছিল। তিনি ভারতবর্ষের একটা যুবকের কাছে নাচের আইকন হয়ে উঠেছিলেন। এবং ১৯৮২ সালের সেই মুভিটি ভারত বর্ষের প্রথম ছবি যা পুরো বিশ্বজুড়ে ১ বিলিয়নেরও বেশি আয় করেছেন। ডিস্কো ড্যান্সার মুভিটি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া তে সর্বকালের মুভি হিসেবে তকমা পেয়েছেন। সেই দেশেই তাকে প্রথম জিমি নামে সম্মোধিত করা হয়েছিল। তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক। ২০২৪ সালের জানুয়ারিতে মিঠুন দা কে ভারত সরকার কর্তৃত্ব তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হয়। এবং একই সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন। এটি ভারতবর্ষ চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার যার নাম দাদা সাহেব ফালকে। তিনি এই পুরস্কার পাওয়ার ঘোষণার পর জনগণের সম্মুখে এসে বলেন এই পুরস্কার আপনাদের জন্য উৎসর্গ। আজও তিনি সেই গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়ে সাধারনভাবে নিজের জীবনযাপন করেন। আর ভারতবর্ষে এখনো তার শিল্পের পরিচয় দিয়ে যাচ্ছে।
Leave Comments