পিছিয়ে গেল কলকাতা লিগের ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের ম্যাচ। আইএফএ-এর তরফে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আইএফএর-এর তরফে জানানো হয়েছে, ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ১৪ অক্টোবর, সোমবার ডায়মন্ড হারবার এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল এফসির ম্যাচ ছিল। অনিবার্যকারণবশত সেই ম্যাচ স্থগিত করা হয়েছে। ডায়মন্ড হারবার এফসির দাবিকে মান্যতা দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। ক্লাবের পক্ষ থেকে আইএফএকে জানিয়ে দেওয়া হয়, সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামাবে না ডায়মন্ড হারবার। ১৮ অক্টোবরের শুনানির আগে খেলা সম্ভব নয়।
১৮ই অক্টোবর রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তিন পয়েন্ট পাওয়া নিয়ে মহমেডান ও ডায়মন্ড হারবার ক্লাবের আইএফএতে বৈঠক। আইএফএ চেয়েছিল আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবারের ম্যাচ করিয়ে দিতে। সেক্ষেত্রে সেই বৈঠকের ওপর ডায়মন্ড হারবার ক্লাবের খেলার সিদ্ধান্ত নির্ভর করত না। যদিও সূত্রের খবর ইস্টবেঙ্গলকেও বৈঠকে শেষ মূহূর্তে ডাকা হতে পারে। পাশাপাশি অতীতে নিয়ম না মানার জেরে কোন ম্যাচে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁরও এক তথ্য হাতে রাখছেন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা।
ইতিমধ্য়েই কলকাতা লিগ নিয়ে প্রবল জলঘোলা হয়েছে। ভূমিপুত্র সংক্রান্ত নিয়ম ভাঙার কারণে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ নিয়ে একটি সিদ্ধান্ত নেয় আইএফএ। ওই ম্যাচ ড্র হলেও নিয়ম ভাঙার কারণে পরে আইএফএ মহামেডানের পয়েন্ট কেটে পুরো পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেয়। যা নিয়ে ময়দানে তুমুল বিতর্ক শুরু হয়। আইএফএ-এর বিরুদ্ধে সরব হয় মোহনবাগান। আইএফএ-এর এই কাজের প্রতিবাদে লিগ থেকে নাম তুলে নেয় ডায়মন্ডহারবার এফসি। এরপরেই নড়েচড়ে বসে আইএফএ। ১৮ অক্টোবর মিটিং ডেকেছে আইএফএ। মোহনবাগন, ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার ক্লাব কর্তাদের চিঠি দিয়ে জানানো হয় ওই বৈঠকে থাকার জন্য। ডাকা হয়েছে কলকাতা লিগের স্পনসরকেও। এই আবহেই ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচ পিছিয়ে দিল আইএফএ।
Leave Comments