• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

আইপিএলে খেলতে চান এক ইটালিয়ান, কোন দেশের কতজন ক্রিকেটার নাম লেখালেন?

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  আইপিএলের নিলামে প্রাথমিক পর্বে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। বিশ্বের প্রায় সব প্রথম সারির তারকা নাম লিখিয়েছেন মেগা নিলামে। প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি ভারতীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকা। মোট ৯১ জন প্রোটিয়া নাম লিখিয়েছেন নিলামে।

এবারের আইপিএলে যে ১৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তাদের মধ্যে আনক্যাপড ক্রিকেটার ১,২২৪। ক্যাপড ক্রিকেটার ৩২০ জন। মোট ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন। এদের মধ্যে ক্যাপড ক্রিকেটার ৪৮ জন। ১৫২ জন এমন ক্রিকেটার রয়েছেন, যারা আগের মরশুমে খেলেছেন। বাকি ৯৬৫ জন আগে আন্তর্জাতিক ক্রিকেটে বা আইপিএলে খেলেননি। আইপিএলে মোট ৪০৯ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। বিদেশিদের মধ্যে ক্যাপড ক্রিকেটার ২৭২ জন। এবারের আইপিএলে অ্যাসোসিয়েট দেশগুলি থেকে নাম লিখিয়েছেন ৩০ জন। রয়েছেন টমাস দ্রাক্কা নামের এক ইটালিয়ান ক্রিকেটারও। ২৪ বছর বয়সি এই পেসার ইদানিং বেশ নজরে এসেছেন। দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আটটি উইকেট নিয়েছেন। ইটালির প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন দ্রাক্কা। 

আইপিএল নিলামের খুঁটিনাটি:
মোট ক্রিকেটার ১৫৭৪
ভারতীয় ক্রিকেটার ১১৬৫
অন্যান্য দেশের ক্রিকেটার:
দক্ষিণ আফ্রিকা ৯১
অস্ট্রেলিয়া ৭৬
ইংল্যান্ড ৫২
নিউজিল্যান্ড ৩৯
ওয়েস্ট ইন্ডিজ ৩৩
শ্রীলঙ্কা ২৯
আফগানিস্তান ২৯
বাংলাদেশ ১০
আয়ারল্যান্ড ৯
জিম্বাবোয়ে ৮
কানাডা ৪
স্কটল্যান্ড ২
সংযুক্ত আরব আমিরশাহী ১
ইটালি ১
নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন করে ক্রিকেটার কিনতে পারবে। অর্থাৎ মোট ২৫০ জন ক্রিকেটার দল পাবেন। এর মধ্যে ৪৬ জন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেন করেছে। অর্থাৎ নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। অবশ্য এই ১৫৭৪ জন ক্রিকেটারের সবাই নিলামে ওঠার সুযোগ পাবেন না। প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর ক্রিকেটারদের নিলামে তোলা হবে।

 

You can share this post!

Leave Comments