প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স: লাইভ কনসার্ট। গিটারের ঝঙ্কার। তুমুল মেজাজে গানের জোয়ার। দর্শকদের চিৎকারে কান পাতা দায়। এমন পরিস্থিতিতেই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছেন অরুণাচল প্রদেশের গায়ক কন ওয়াই সন। অভিযোগ, লাইভ কনসার্ট চলাকালীন মঞ্চেই মুরগির গলা কেটে রক্তপান করেছেন তিনি।
শোনা গিয়েছে, গত ২৭ অক্টোবর অক্টোবর ইটানগরে কন ওয়াই সনের কনসার্ট ছিল। সেখানেই নাকি এই ঘটনা ঘটেছে। অভিযোগ, মঞ্চে গান গাইছিলেন কন ওয়াই সন। আচমকাই মুরগির গলা কেটে দেন। সেই রক্ত এক পাত্রে ভরে নিয়ে পান করতে থাকেন। হাত তুলে আবার দর্শকদেরও পাত্রটি দেখান।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সোশাল মিডিয়ায় কন ওয়াই সনের এই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেই নিরিখেই ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ ও দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল (১৯৬০) আইনের ভিত্তিতে অভিযোগ জানানো হয়েছে অরুণাচল প্রদেশ পুলিশের কাছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার গায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের সেপ্পা এলাকার বাসিন্দা কন ওয়াই সন। এলাকায় ফোক ফিউশন শিল্পী হিসেবে বেশ নাম রয়েছে তাঁর। নিজে গান লেখেন, সুর দেন আবার মঞ্চে পারফর্মও করেন। কেন তিনি এমন কাজ করেছেন? তা নিয়ে কৌতূহল অনুরাগীমহলে। এদিকে অভিযোগ পেয়েই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শোনা গিয়েছে, গায়কের মানসিক পরিস্থিতির দিকটিও খতিয়ে দেখা হবে। শোনা এও যাচ্ছে, এমন ঘটনার পর তুমুল নিন্দার মুখে পড়েন কন ওয়াই সন। পরে গাক ক্ষমাও চান। কিন্তু তাতে কি গ্রেপ্তারি এড়াতে পারবেন?
Leave Comments