শীর্ষ টাইমস ডেস্ক: বিগত শনিবার শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যার কারণে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তড়িঘড়ি করেতখন পাম ইভিনিংয়ে বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে। মূলত শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে চিকিৎসকদের মারফত জানা যাচ্ছে এখন অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
বুদ্ধবাবুর রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক আছে। প্রতিনিয়তই তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। সোডিয়াম পটাশিয়ামের পরিমাণও ঠিকঠাকই রয়েছে। চলছে নিয়মিত ফিজিওথেরাপি। শারীরিক অবস্থা আগের থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সিওপিডি ও শ্বাসকষ্টের রোগী হওয়ার কারণে একটা আশঙ্কা ছিল তাঁকে নিয়ে। তবে চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিতে থাকেন।
ফুসফুস এবং শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেবকে। ধরা পড়ে নিউমোনিয়াও। শনিবার রাতেই তাঁকে ‘ইনভেসিভ ভেন্টিলেশনে’ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী কালে ভেন্টিলেশন থেকে বার করা হয়। এখন আগের চেয়ে ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সামান্য সুস্থ হতেই বাড়ি ফিরে যেতে চাইছেন তিনি। ঘনিষ্ঠ এবং তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, 'আমাকে এ বার ছেড়ে দিন।'
ছবি সংগৃহীত
Leave Comments