মূলত নিমের বীজ থেকে বিশেষ পদ্ধতিতে এই প্রাকৃতিক তেল তৈরি করা হয়। এর গন্ধ উগ্র। তবে ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টিসমৃদ্ধ উপাদানে ভরপুর এই তেলটি বিভিন্ন স্কিন ক্রিম, বডি লোশন এবং হেয়ার প্রোডাক্টে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
নিম তেলে রয়েছে উপকারী ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ট্রাইগ্লিসারাইড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ক্যালশিয়াম। ত্বকের নানা সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তেল। যেমন শুষ্ক ত্বকের সমস্যা মেটায়, বলিরেখা মলিন করে, কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, অ্যাকনে সারায়, ত্বক ভালো রাখে।মুখে নিম তেল সরাসরি লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। সেক্ষেত্রে হাতের উপর সামান্য পরিমাণে এই তেল লাগিয়ে নিতে হবে। ত্বকের সেই স্থানে আগামী ২৪ ঘণ্টায় কোনও সমস্যা না হলে মুখে ব্যবহার করা যেতে পারে।
পরিমাণ মতো নিম তেলে একটি কটন বল ভিজিয়ে নিয়ে মুখে মাখুন। ২০ মিনিট পরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। অ্যাকনে, ফাঙ্গাল ইনফেকশন সারিয়ে তুলতে নিম তেল কার্যকরী ভূমিকা পালন করে।
Leave Comments