• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

প্রথম দিনের নিলাম শেষে কোন দলে কে? হাতে রইল কত টাকা? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  আইপিএলের প্রথম দিনের নিলামে (IPL Auction 2025) উড়ল ৪৭৬.৯৫ কোটি টাকা। ভাগ্য নির্ধারণ হল ৭২ জন ক্রিকেটারের। কেমন দল গড়ল দশটি ফ্র্যাঞ্চাইজি? কার হাতেই বা রইল কত টাকা?

চেন্নাই সুপার কিংস: এদিন নিলাম থেকে মোট ১২জন ক্রিকেটারকে কিনেছে তারা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই একদশক পরে রবিচন্দ্রন অশ্বিনের ঘরে ফেরা।

দিল্লি ক্যাপিটালস: দিল্লি এদিন ১৪ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে কে এল রাহুলকে। পন্থের বিদায়ের পর তিনিই অধিনায়ক হতে পারেন।

গুজরাট টাইটান্স: প্রথম দিনে জস বাটলার, মহম্মদ সিরাজের মতো নামী তারকাদের কিনে নিয়েছে গুজরাট।

কলকাতা নাইট রাইডার্স: প্রথম দিকে সেভাবে দর কষাকষিতে যায়নি নাইটরা। তার পর ভেঙ্কটেশ আইয়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেকই খরচ করে ফেলেছে তারা।

লখনউ সুপার জায়ান্টস: নিলামে লখনউয়ের ‘নবাব’ হলেন ঋষভ পন্থ। সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছে তারা। যার জন্য খরচ হয়েছে ২৭ কোটি টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স: এদিন অবশ্য নিলামে সেভাবে সক্রিয় দেখা যায়নি মুম্বই। বড় নামের মধ্যে তাদের দলে একমাত্র ট্রেন্ট বোল্ট।

পাঞ্জাব কিংস: নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব। আর সবচেয়ে বেশি প্লেয়ার কিনল তারাই। শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিনেছে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে।

রাজস্থান রয়্যালস: এদিনের নিলামে বড় নামের পিছনে ছোটেনি রাজস্থান। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে জোফ্রা আর্চারের জন্য।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: নিলামের শুরুর দিকে একের পর এক বিফলতার সম্মুখীন হয়। পরের দিকে অবশ্য ফিল সল্ট, হ্যাজেলউডদের তুলেছে আরসিবি।

সানরাইজার্স হায়দরাবাদ: নিলাম থেকে সবচেয়ে বেশি টাকার প্লেয়ার তুলেছে তারা। ঈশান কিষান, মহম্মদ শামিদের তুলে নিয়েছে সানরাইজার্স।

প্রথম দিনের নিলাম শেষে কার হাতে রইল কত টাকা? দেখে নিন একনজরে।

 

 

You can share this post!

Leave Comments