• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

প্রথম সেশনেই পড়ল ৪ উইকেট, গোলাপি বলের টেস্টে প্রবল চাপে ভারত

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  অ্যাডিলেডে ফের ব্যাটিং ব্যর্থতা। অজি পেসারদের সামনে আবারও ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথম সেশনে একশো রান পেরনোর আগেই ভারতের চার উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গী ঋষভ পন্থ। এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। তার পর থেকেই প্রশ্ন ওঠে, ভারত অধিনায়কের এই সিদ্ধান্ত আদৌ ঠিক ছিল কি?  

পিঙ্ক বল টেস্টে নামার আগে তিনটি পরিবর্তন করেছিল ভারত। রোহিতের পাশাপাশি চোট সারিয়ে রানে ফেরা শুভমান গিলকেও রাখা হয় প্রথম একাদশে। পারথ টেস্টে বাদ পড়লেও গোলাপি বলের ম্যাচে ফের ভারতীয় দলে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে, বোলিংয়ে অন্যতম প্রধান ভরসা জশ হ্যাজেলউডকে বাদ দিয়ে এই টেস্টে নামতে হয় অজি ব্রিগেডকে। 

দিনের প্রথম বলেই আউট হয়ে যান পারথ টেস্টে ১৫০ করা যশস্বী জয়সওয়াল। মাঠে নেমেই মিচেল স্টার্কের ডেলিভারি আছড়ে পড়ে তাঁর প্যাডে। তবে প্রথম উইকেট হারানোর পরে দলকে এগিয়ে নিয়ে যান কেএল রাহুল এবং শুভমান গিল। ৬৯ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। তবে স্কট বোলান্ডের প্রথম বলেই আউট হয়েছিলেন রাহুল। পরে আম্পায়ার জানান ওই ডেলিভারি নো বল ছিল। শেষ পর্যন্ত স্লিপে ক্যাচ দিয়ে স্টার্কের বলে রাহুল আউট হন। ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে।

রাহুল আউট হওয়ার পরেই ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে। ১৬ বলের মধ্যে তিন উইকেট হারায় ভারত। মাত্র ৮ বল খেলে ৭ রানে আউট হয়ে যান পারথে সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি। স্টার্কের বলে আউট হন বিরাট। পরের ওভারে আউট হয়ে যান গিলও। ৩১ রান করে বোলান্ডের শিকার হন তিনি। ২৩ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ৮২ রান, চার উইকেট হারিয়ে। ক্রিজে আপাতত রোহিতের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ।

 

You can share this post!

Leave Comments