• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Business

ইতিহাসে প্রথমবার ডলারের মূল্য ছাড়াল ৮৫ টাকা, রক্তাক্ত শেয়ার বাজারও

ad

প্রতিবেদনে - রাহুল সাহা : শীর্ষ টাইম ডেক্স:  মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে ছাঁটাইয়ের জের। ফের রক্তাক্ত ভারতের শেয়ার বাজার। ডলারের তুলনায় ইতিহাসে সর্বনিম্ন দরে পৌঁছে গেলে টাকাও। এই প্রথম এক ডলারের মূল্য পেরোল ৮৫ টাকা।

বুধবার বিকেলেই ধস নেমেছিল ভারতের বাজারে। আচমকা মার্কিন ফেডারাল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেওয়ায় কার্যত ধস নামে বাজারে। এদিন বাজার খুলতেই ডলারের মূল্য পেরিয়ে যায় ২৫ টাকা। বুধবার বাজার বন্ধের সময় ডলারের মূল্য ছিল ৮৪ টাকা ৯৬ পয়সা। এদিন বাজার খুলতেই সেটা পৌঁছে যায় ৮৫ টাকা ৪ পয়সায়। পরে তা আরও বেড়ে ৮৫ টাকা ৬ পয়সায় দাঁড়ায়। যা ইতিহাসে সর্বোচ্চ।

শুধু টাকার মূল্য নয়, শেয়ার বাজারেও ব্যাপক ধস নামে। দিনের শুরুতেই সেনসেক্স প্রায় ১১৬২ পয়েন্ট কমে যায়। ফলে ৮০ হাজারেরও নিচে চলে যায় সূচক। একইভাবে নিফটি খাতা খোলে ২৩,৮৭৭.১৫ পয়েন্টে। সেটাও আগের দিনের থেকে ৩২৯ পয়েন্ট কম। যার ফলে কয়েক মিনিটের মধ্যে বাজার থেকে উধাও হয়ে যায় ৬ লক্ষ কোটি টাকা। সব মিলিয়ে গত ৪ দিনে ১৩ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা।

এই ধাক্কার মূল কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের আচমকা সুদের হার কমানো। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৫ সালে আরও সুদের হার ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে। তাতে এশিয়ার বাজার আরও বেশি প্রভাবিত। সেই প্রভাব এড়াতে পারল না দালাল স্ট্রিটও।

You can share this post!

Leave Comments