শীর্ষ টাইমস ডেস্ক : যেখানে মুম্বাই , দিল্লি , কলকাতার মানুষ মাথা গোজার ঠাই খুঁজছে , সেখানে পৃথিবীতে এমনও এক দেশ আছে যেখানে মানুষের থেকে বেশি সংখ্যায় ঘোড়া বসবাস করে। এই দেশটি হল মাঙ্গোলিয়া। এখানে মাইলের পর মাইল হেঁটে গেলেও মানুষের দেখা মেলে না।
মঙ্গোলিয়া গঠিত ১৫ লক্ষ ৬৪ হাজার ১১৬ বর্গ কিলোমিটার ভৌগোলিক এলাকা নিয়ে । এটি পৃথিবীর বৃহত্তম দেশের মধ্যে একটি। ২০২১ সালের জনগণনা অনুযায়ী, মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা মাত্র ৩১ লক্ষ ৯৮ হাজার ৯১৩। মোট জনসংখ্যার নিরিখে পৃথিবীতে ১৩৪তম স্থানে রয়েছে এই দেশ।মঙ্গোলিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দু’জন করে বাস করেন। এই দেশে জনঘনত্ব গোটা দুনিয়ায় সব থেকে কম। কিন্তু কেনো এমনটা?
এই দেশের বেশির ভাগ জমি চাষযোগ্য নয়। কিছু জায়গা বালিতে ঢাকা মরুভূমি, আর কিছু দুর্গম। সে কারণে চাষবাস প্রায় হয় না বললেই চলে।মঙ্গোলিয়ার নাগরিকেরা তাই সব্জি বা শস্যের বদলে খাওয়ার জন্য মাংস এবং দুগ্ধজাত খাবারেই বেশি নির্ভরশীল। এই দেশের বাসিন্দারা বিভিন্ন রকম চিজ় তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করেন।দুর্গমতা, চাষবাসের অসুবিধা, চরম আবহাওয়া, দারিদ্র, স্বাস্থ্য পরিষেবার অভাব প্রভৃতি কারণে , দেশের ৩৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন।
কিন্তু এই সব প্রতিকূলতার সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছে ঘোড়াগুলো। মঙ্গোলিয়ায় প্রায় ৪০ লক্ষ ঘোড়া রয়েছে, এবং তাদের কিছু বৈশিষ্ট্যও আছে। যেমন এই ঘোড়াগুলো আকৃতিতে সাধারণের চেয়ে খানিকটা ছোট।সাধারণ ঘোড়ার তুলনায় বেশি জোড়ে দৌড়াতে পারে , তাই দুর্গম এলাকায় শিকারে এরা বেশ পারদর্শী । প্রায় ১০ কিলোমটার দৌড়ে বেড়ানোর ক্ষমতা রাখে। হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতাতেও এরা নিজেদের মানিয়ে নিতে সক্ষম। মাঠের ঘাস আর মাঝেমধ্যে জল পেলেই বেচেঁ থাকতে পারে ও বংশবিস্তার করতে পারে এই বিশেষ প্রজাতির ঘোড়া।
ছবি : সংগৃহীত
Leave Comments