শীর্ষ টাইমস ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসা র্যাগিংয়ের ঘটনা ৩১ তাও আবার মাত্র তেরো বছরেই। কিন্তু অপরাধীদের শাস্তি দেওয়া দূরের কথা সিংহভাগকেই ধরা যায়নি। এমনটাই দায়সারা মন্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাগিংয়ের মতো জঘন্যতম ঘটনাকে গুরুত্ব না দেওয়ার কারণে কিছুদিন আগেই অপমৃত্যু ঘটেছে এক ফুরফুরে স্বপ্নের।
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গঠিত কমিটি অবশ্য বলছে কোনভাবেই স্বাভাবিক ঘটনা নয় এটি। প্রথম থেকেই অভিযোগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ায় বলিদান দিতে হল ওই ছাত্রকে। বিগত ৯ আগস্টের ঘটনা কোনভাবেই বিচ্ছিন্ন নয়। গত ১৩ বছরের খতিয়ান তুলে ধরে মেন হস্টেল ও ক্যাম্পাসে র্যাগিংয়ের ধারাবাহিকতা চিহ্নিত করেছে কমিটি। কিন্তু সিংহভাগ ক্ষেত্রে যে ভাবে অপরাধীদের খুঁজে না-পাওয়ার ধারা চলেছে, এমনকী অভিযোগের কাগজপত্রও যে ভাবে ‘হারিয়ে গিয়েছে’--তা অবাক করেছে কমিটির অনেক সদস্যকে। রিপোর্টে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত র্যাগিংয়ের মোট অভিযোগ দায়ের হয়েছিল ১৩টি।
Leave Comments