• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Education

পৃথিবীর অন্দরমহলে মিলল নতুন স্তরের হদিশ

ad

শীর্ষ টাইমস ডেস্কঃপৃথিবীর অন্দরে এক নতুন স্তরের খোঁজ মিলল। এই স্তরটি কোনও নিরেট কঠিন ধাতব পদার্থ দিয়ে তৈরী নয়। আবার কোনো তরল ধাতুর স্রোতও বয় না এই স্তরের মধ্যে দিয়ে। এই স্তর এমন কিছু দিয়ে তৈরী যা তরল এবং কঠিনের মাঝামাঝি। এমন কিছু যা মানুষের জানার পরিধির বাইরে। এই স্তর তাই এখনও রহস্যে মোড়া।

এতদিন জানা ছিল পৃথিবীর অন্দরমহল তিনটি স্তর দ্বারা গঠিত। ভূ-ত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ভূ-ত্বকের গভীরতা যেখানে ০ থেকে ৬০ কিমি, সেখানে গুরুমণ্ডলের গভীরতা ৬০ কিমি থেকে ২৯০০ কিমি পর্যন্ত। কেন্দ্রমণ্ডল অর্থাৎ পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা মণ্ডলের গভীরতা ২৯০০ কিমি থেকে ৬৩৭০ কিমি পর্যন্ত। স্তরগুলি হয় কঠিন ধাতু দিয়ে তৈরী অথবা ধাতুর তরল স্রোত বয়ে চলেছে স্তর দিয়ে। স্তর গুলির মধ্যভাগে আরও স্তরের অস্তিত্ব থাকতে পারে বলে আগেই অনুমান করেছিলেন গবেষকরা। কিন্তু স্তর গুলির তাপমাত্রা প্রায় সূর্যের তাপমাত্রার কাছাকাছি হওয়ায় অনুসন্ধান চালান সম্ভব হয়নি।

এই নতুন খোঁজ পাওয়া স্তরটির ভূমিকা নিয়ে গবেষকরা এখনও ধন্দ্বে আছেন। ভূমিকম্প হয় পৃথিবীর অন্দরমহলে থাকা টেকটনিক প্লেট গুলির মধ্যেকার সংঘর্ষের কারণে। গবেষকদের অনুমান ভূমিকম্পের পিছনে নতুন আবিষ্কৃত স্তরটির ভূমিকাও থাকতে পারে। গবেষকরা মনে করছেন ভবিষ্যতে এই স্তরের রহস্যের জট খুলতে পারলে পরবর্তীতে টেকটনিক প্লেট গুলির সংঘর্ষের আসল কারন জানা যাবে। সহায়ক হতে পারে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়াতে।

ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক জো স্টিফেনসন ও তাঁর সহযোগী দল গবেষনা করছিলেন পৃথিবীর অন্দরমহলের উপর। এবার তাঁরা অন্যরকমভাবে এই গবেষনাটি শুরু করেছিলেন। তাঁরা পৃথিবীর স্তর গুলির ধারণা পেতে সাহায্য নিয়েছিলেন ভূমিকম্পের তরঙ্গের। ভূমিকম্পের প্রধানত দু’ই ধরনের তরঙ্গ হয়। প্রাথমিক(P), যা প্রবাহিত হতে পারে কঠিন, গ্যাসীয় বা তরল যে কোনও মাধ্যম দিয়ে। দ্বিতীয় পর্যায়ের(S)তরঙ্গ, যা প্রবাহিত হতে পারে শুধুমাত্র কঠিন স্তরের মধ্যে দিয়ে। এইভাবে গবেষকরা বুঝতে পারেন স্তরের গঠন সম্পর্কে। কিন্তু এইবার কম্পন বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে স্তরটির মধ্যে দিয়ে এটি প্রবাহিত তা কঠিন বা তরল কোনওটি নয়। কঠিন ও তরলের মাঝামাঝি কিছু।

এই গবেষণাপত্রটি প্রকাশিত হয় আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণাপত্র ‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চঃ সলিড আর্থ’- এ। পৃথিবীর অন্দরমহলের গোপন রহস্য এবার উদঘাটিত হবে বলে আশাবাদী গবেষকরা।

 

You can share this post!

Leave Comments