শীর্ষ টাইমস ডেস্ক: ' কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে ', আজ এমনই গৃহিণীদের দিন। ১০-৫ টা ডিউটি করেও রবিবার ছুটি পাওয়া যায় কিন্তু আমাদের আশেপাশেই এমন মানুষ আছেন যাদের কোনও ছুটি নেই। তাই বলা যায় সবচেয়ে কঠিন কাজ একজন গৃহবধূর। নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন যারা। সকালে উঠে কি খাব থেকে শুরু করে রাতে কি খেয়ে ঘুমাবো সবটাই তাঁরাই দেখেন। তাঁরা আর কেউ নন আমাদের সকলের প্রিয় মা - ঠাকুমারা। গৃহবধূ হলেও বাড়ি বসে সাবলীল হওয়ার পথ খোলা থাকে আপনাদের জন্য। সেই পথগুলোর সম্পর্কে না জানলে জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে।
হাতের কাজ: হাতের কাজ করে নিজের ব্যবসা খুলতে পারেন। ব্যবসার পুঁজি বা কাঁচামালের সমস্যা হলে অন্যের ব্যবসাতেও যোগ দিতে পারেন।
প্যাকেজিং: পেন, পেন্সিলের মন জিনিসপত্র ঘরে বসে প্যাকেজিং - এর মাধ্যমে আয় করতে পারেন।
অনলাইন বিসনেস: আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইন ব্যবসার জন্য অনেক গৃহবধূ ও রিটায়ার মানুষকে নিয়োগ করা হয়। সেক্ষেত্রে আপনার আয়ের দরজা খুলে দেবে এই অনলাইন ব্যবসা।
ভিডিও ক্রিয়েটিং: ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানিয়েও আপনি আয় করতে পারেন। ডেইলি ব্লগ, রান্নার ভিডিও ইত্যাদি আজকাল বহুল জনপ্রিয় ভিডিও বানিয়েও আয়ের পথ প্রশস্ত করা যায়।
শিক্ষকতা: অনলাইনে টিচিং বা আঁকা অথবা নাচ শেখানোর মাধ্যমেও আপনি টাকা ইনকাম করতে পারেন।
ছবি: সংগৃহীত
Leave Comments