• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

পার্লারের কেরাটিন ট্রিটমেন্ট সাধ্যের বাইরে? জেনে নিন বাড়িতে কীভাবে সম্ভব একই পদ্ধতিতে

ad

শীর্ষ টাইমস ডেস্ক: চুলের যত্ন নিতে এখন অনেকেই কেরাটিন ট্রিটমেন্টের দিকে ঝুঁকেছেন। রোজকার দূষণ, বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের ফলে চুল শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গে চুলের প্রাকৃতিক কেরাটিনও নষ্ট হয়ে যেতে বসে। যার ফলে চুলের ক্ষতি হয়। যে কারণে অধিকাংশই পার্লারে ছোটেন কেরাটিন ট্রিটমেন্ট করাতে। তবে সব সময় হাতে সময় থাকে না আর কেরাটিন ট্রিটমেন্ট ব্যায় সাপেক্ষও। এই সমস্যা থেকে রেহাই পেতেই আজ আমাদের এই প্রতিবেদন।কিভাবে খরচা ও সময় দুই বাঁচিয়ে ,ঘরে বসেই আপনি কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন। কেরাটিন ক্রিম হিসাবে বায়োটিন ও কেরাটিন যুক্ত ক্রিম ব্যবহার করলে ভালো। এছাড়াও লোরিয়াল পেরিস, পিলগ্রিম, ট্রেসেমে, নিউট্রি গ্লো ইত্যাদি কোম্পানির কেরাটিন ক্রিম ব্যবহার করতে পারেন।

 

  • প্রথমে চুলটাকে সালফেট মুক্ত যেকোনো শ্যাম্পু দিয়ে ধুঁয়ে ব্লো ড্রাই করে নিতে হবে। 

  • এরপর শুকনো চুলে কেরাটিন ক্রিম ব্যবহার করতে হবে। আপনার চুলটাকে ছোট ছোট সেকশনে ভাগ করে, চুলের গোড়া থেকে একটু ছেড়ে অল্প অল্প ক্রিম এপ্লাই করতে হবে। ক্রিমটা লাগিয়ে ৪০-৪৫ মিনিট রেখে চুলটাকে যেকোনো স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ৩ ঘণ্টা পর জল দিয়ে ধুঁয়ে নিতে হবে।

  •  এরপর কেমিকাল মুক্ত যেকোনো শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নিন। আপনি চাইলে শ্যাম্পুর আপনার পছন্দের সিরামও ব্যবহার করতে পারেন। এই ট্রিটমেন্ট করার পর আগামী ৩-৪ দিন চুলে কোনওরকম জল লাগাবেন না ।

  • মেইনটেইনের জন্য যে কোম্পানির ক্রিম ব্যবহার করেছেন সেই কোম্পানিরই শ্যাম্পু ব্যবহার করলে ভালো।

বাড়িতে এভাবে কেরাটিন ট্রিটমেন্ট করলে টাকা এবং সময় দুইয়েরই সাশ্রয় করা সম্ভব ঠিকই। তবে পার্লারে যারা এই ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তারা ট্রেনিং নিয়ে জেনে সব কিছু তারপরই করেন সেক্ষেত্রে পার্লারে করলে বেশি প্রফেসনাল হবে ব্যাপারটা। এমনকি তারা এটাও ভালো করে বলতে পারবে যে কোন প্রোডাক্টটি আপনার চুলের জন্য বেস্ট হবে। তাই টাকা বা সময়ের চিন্তা না থাকলে তিনমাস অন্তর একবার পার্লারে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন।

   

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments