• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Education

আপনি কি অভিনয় শিখে নিজের কেরিয়ার তৈরি করতে চান? দেখেনিন অভিনয় জগতে পা রাখার সুযোগ সুবিধা

ad

শীর্ষ টাইমস ডেস্ক: কালের সঙ্গে তাল মিলিয়ে এই সময়ে এসে দাঁড়িয়ে মানুষ এটা মেনে নিতে বাধ্য হয় যে, অভিনয়ও পেশা হতে পারে। আমাদের দেশ অভিনয়ের উপর নির্ভরশীল। অভিনয় থেকেই বেশিরভাগ পুঁজি আয় করে ভারতবর্ষ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, কন্নড় সহ একাধিক ভাষায় ছবি তৈরি হয় এখানে। কিছুদিন আগে পর্যন্ত তো মানুষ ভাবতেই পারতো না যে, অভিনয়কেও পেশা বানানো যায় এমনকি সেটা নিয়ে পড়াশুনাও করা যায়। কিন্তু বর্তমান যুগে এসে উভয়ই সম্ভব। আপনি যদি একজন সফল অভিনেতা হতে চান তাহলে সেটা নিয়ে আপনি পড়াশুনা করতেই পারেন। কিন্তু কিছু গুণ আপনার মধ্যে থাকা দরকার যা একটি ইনস্টিটিউট শুধু ঘষে মেজে তীক্ষ্ণ করতে পারে।

অভিনয় একটি শিল্প। অন্য সব শিল্পের মতো এটাও চর্চার বিষয়। আবার অনেকেই মনে করেন, অভিনয় করতে হলে সুন্দর চেহারা থাকতে হবে, লম্বা হতে হবে—এটা সম্পূর্ণ ভুল। অনেকেই মনে করেন অভিনয় করা অনেক সহজ, এটা শেখার কী আছে।  তেমনি অভিনয়কে পেশা হিসেবে নিতে হলে অভিনয় দক্ষতা আয়ত্ত করতে হবে। তবে অভিনয়ের জগতে সাফল্য পেতে হলে, অভিনয়ের দক্ষতা ও সংলাপের সঠিক ব্যবহার করতে জানা খুব দরকার। এছাড়াও তাঁকে মানসিক চাপ সামলানোর দক্ষতা ও নেটওয়ার্কিং করার দক্ষতা বাড়াতে হবে, যা নতুন কাজ পেতে সাহায্য করবে। অভিনয় শেখার জন্য আপনি জর্জ টেলিগ্রাফ, কলকাতা ফিল্ম একাডেমি বা যেকোনো নাট্যদলের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী বিবেকান্দ ইনস্টিটিউট , শ্রী কৃষ্ণ ইউনিভার্সিটি, কে আই এম বি ফিল্মস অ্যান্ড টেলিভিশন (কে আই এম বি) , ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডি ফ্যাশন টেকনোলজি (আই এন আই এফ টি) , সত্যজিৎ রায় ফিল্মস অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ইন্ডিয়ান ফিল্ম একাডেমি ইত্যাদি জায়গাতেও অভিনয় শেখানো হয়। একজন অভিনেতার জন্য টেলিভিশন নাটক, চলচ্চিত্র ,মঞ্চ নাটক ও বিজ্ঞাপনের পথ খোলা থাকে।

অভিনয় করতে শিক্ষাগত যোগ্যতা অতটা না লাগলেও অভিনয়ের দক্ষতা অবশ্যক। এটি গতানুগতিক কোন পেশা নয়। সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাবার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। ধৈর্যের সাথে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মন জয় করতে পারলে সাফল্য অর্জন করা সম্ভব।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments