• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Life Style

বান্ধবীর সঙ্গে একান্তে সময় কাটানোর সময় এবার শেষ! ওয়ো রুমে এবার কড়াকড়ি

ad

শীর্ষ টাইমস ডেস্ক: দুর্গাপূজা হোক বা শীতের ছুটি, কাজ থেকে ফুরসৎ মিললেই অনেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কখনও গন্তব্য হয়ে থাকে পাহাড়, কখনো সমুদ্র, কখনো ঐতিহাসিক স্থান, কখনো ধর্মীয় স্থান, আবার কখনক কোনো শান্ত জায়গা। কিন্তু বাইরে দিন দুয়েক কাটাতে গেলেই প্রয়োজন পড়ে হোটেলের। সারাদিন ঘুরে বেড়িয়ে কাটানো গেলেও রাতের বিশ্রাম কিন্তু হয় কোনো এক ছাদের নিচে। তাই এই ধরণের পর্যটন স্থানগুলোতে গড়ে ওঠে অনেক হোটেল। তবে সম্প্রতি অনলাইন বুকিং সহ একাধিক সুবিধা দিয়ে থাকে OYO হোটেলগুলি। কিন্তু এবার এই হোটেলে রাত কাটাতে হলে জেনে রাখতে হবে কয়েকটি নিয়ম।

ঘুরতে গিয়ে যেমন অনেকেই হোটেল রুম বুক করে থাকেন, তেমনই আবার অনেকেই কাছের মানুষের সঙ্গে একান্ত মুহূর্ত উপভোগের জন্যও হোটেলের রুম বুকিং করে থাকেন। মানুষকে এইসব সুবিধা একটু বেশি পরিমাণে দিয়ে থাকে OYO হোটেলগুলি। সেই কারণেই দিনের পর দিন বেড়েছে OYO হোটেলের কদর। তবে এইসব হোটেলে অনেক বেআইনি কাজকর্মও হয়ে থাকে। অনেক সময় অনেক হোটেলে বেশি টাকার বিনিময়ে কোনোরকম বৈধ নথি ছাড়াই অতিথিদের রুম দিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টি বেশি ঘটে থাকে OYO হোটেলগুলিতেই। কোনো কোনো সময় কোনো হোটেলে মধুচক্রের আসর বসে। এর ফলে অনেক অপ্রীতিকর ঘটনাও উঠে আসে সংবাদ শিরোনামে। বেশকিছুদিন ধরে হোটেল, হোম স্টে ও গেস্ট হাউস গুলিতে অবৈধ দেহ ব্যবসা, চোরাচালান ও নারী পাচার সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে। আর এই কারণে সমস্যায় পড়তে হচ্ছে অন্যান্য সাধারণ পর্যটকদের। মাঝেমধ্যে পুলিশ প্রশাসন এইসব জায়গায় হানা দিলেও, একেবারে এসব বন্ধ করা সম্ভব হয়নি। এই কারণেই স্বরাষ্ট্র দপ্তর নতুন নিয়ম নিয়ে এসেছে। OYO -র সাথে যুক্ত বিভিন্ন হোটেল, হোম স্টে ও গেস্ট হাউস গুলির কোন রেজিস্ট্রেশন নেই। ফলে এই ধরনের অপ্রীতিকর সমস্যা দেখা দিলেও রিপোর্ট করা অথবা তদন্ত করা অসুবিধার হয়ে দাঁড়াচ্ছে। আর বেশিরভাগ জায়গায় তো কোনো সিসিটিভিই নেই। এমনকি গেস্টদের আইডি সঠিকভাবে জমা পর্যন্ত নেওয়া হয় না। এইসব পরিস্থিতি এবার সরকার কড়া হাতে দমন করতে চাইছে।

স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, সমস্ত হোটেল, গেস্ট হাউস ও হোমস্টে গুলিকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতে হবে। আর এই রেজিস্ট্রেশন সরকার কর্তৃক চালু করা অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে‌। এছাড়াও এইসব জায়গাগুলির জন্য সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছে। সেই নিয়মের অন্যথা হলে প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে। এমনকি এই সব জায়গায় থাকতে আসা গেস্টদেরও সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। আর এই নিয়ম অমান্য হলে তাদেরকেও প্রশাসনের কাছে জবাবদিহি করতে হবে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments