শীর্ষ টাইমস ডেস্ক: ওয়ার্ল্ডকাপ ফাইনালের পরই একে একে বড়ো পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। বাদ হবেন গিল! এমনকি কোচ রাহুল দ্রাবিড়ও! কেন এই পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই?
ভারতীয় ওপেনার গিল। তিনি আজ অব্দি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খারাপ পারফরমেন্স করেননি। টেস্ট , টি -২০, আইপিএল - এ তাঁকে এই স্টেডিয়ামেই শতরান করতে দেখা গেছে। তাই তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন দর্শকসহ প্রত্যেকেই। দুইবার এই স্টেডিয়ামে খেলেও তেমন ফল করতে পারেননি তিনি। প্রথমবার যখন সদ্য ডেঙ্গুর কবল থেকে সেরে ওঠেন, তখন পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১৬ রান। আর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে করেছেন মাত্র ৪ রান। কার্যত, বিশ্বকাপে কেবল দুর্বল দলগুলির বিরুদ্ধে রান হাকিয়েছেন তিনি। বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার টি -২০ সিরিজে শুভমান গিল খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয় বোর্ডের তরফ থেকে।
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি ছিল এই বিশ্বকাপ পর্যন্তই। ইতিমধ্যে হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়েছে। শোনা যাচ্ছে, চুক্তি ' রিনিউ ' করার দিকে যেতে চাইছে না বিসিসিআই। নতুন হেড কোচ হিসেবে আপাতত ভিভিএস লক্ষণ ও বীরেন্দ্র সেওয়াগের নাম সামনে আসছে। এমনকি কেপটেন হিসাবে রোহিতের জায়গায় হার্দিক পন্ডিয়ার কথা ভাবা হচ্ছে বলেও কানা ঘুষো শোনা যাচ্ছে।
ছবি: সংগৃহীত
Leave Comments