শীর্ষ টাইমস ডেস্ক: শুরু হতে চলেছে ১৭ তম আইপিএল, ইতিমধ্যেই অকশনের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। আবার গৌতম গম্ভীর কলকাতায় ফেরায় খুশিও হয়েছে একাধিক নাইট লাভারসরা। কে কোন দলে গেল? কার কত দর উঠলো? সেসব পরের কথা। কিন্তু শোনা যাচ্ছে, কোনও বাংলাদেশী বা শ্রীলঙ্কান খেলোয়াড়রা খেলছেন না এবারে! কিন্তু কেন?
বাংলাদেশের সাকিবুল হাসান, লিটন দাস সহ তিনজন খেলতেন আইপিএলে। খেলতেন কিছু শ্রীলঙ্কান খেলোয়াড়রাও। কিন্তু দুই দেশেই নিজেদের সিরিজ শুরু হয়ে যাওয়ার ফলে ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদের এনওসি দেওয়া হয়নি। তাদের বক্তব্য জাতীয় কর্তব্য আগে তারপর আইপিএল। এমনকি তারা তাদের সময়সূচীও জানিয়েছিল বিসিসিআইকে। কিন্তু তাও কোনও উচ্চবাচ্য করেনি বিসিসিআই। এবং সাফ জানিয়ে দিয়েছেন, এনওসি না দিলে খেলোয়াড় কিনে কোনও লাভ নেই। সুতরাং এই সিজনে কোনও বাংলাদেশী বা শ্রীলঙ্কান খেলোয়াড়কে দেখা যাবে না। তবে দেখার বিষয় এই না বলা ' বহিষ্কার ' কি তুলবে বিসিসিআই?
ছবি: সংগৃহীত
Leave Comments