• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

রিঙ্কু র ছক্কা বাতিল কেন? জবাব দিলেন আম্পায়াররা

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালের পর ফের গতকাল মুখোমুখি হল ভারত - অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে উত্তেজনার খামতি ছিল না একটুকুও। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে তোলে ২০৮, ইংলিশ র সেঞ্চুরি আর স্টিভ স্মিথের অর্ধ শতরানের দৌলতে। উত্তরে ভারত ব্যাট করতে নেমে ২২ রানে হারায় ২ উইকেট। তখন ম্যাচের হাল ধরেন সূর্যকুমার ও ঈশান কিষান। দুজনের অর্ধ শতরানের সাহায্যে পরিস্থিতির উন্নতি ঘটে ভারতের, কিন্তু দুজনের উইকেট পরে যাওয়াতে তারপর হঠাৎই ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। শেষ ওভারে ৭ রান বাকি থাকলে বল করতে আসেন এবট। ইতিমধ্যে তিনি যথেষ্ট রান হজম করলেও কুড়ি নম্বর ওভারে তিনি ফেরত পাঠান অক্ষর প্যাটেল কে, অর্শদীপ সিংহ আর বিষনোই ও শূন্য রানে ফিরে যান প্যাভিলিয়ন, রানআউট এর শিকার হয়ে, কিন্তু অন্যদিকে নট আউট ছিলেন রিঙ্কু সিংহ। শেষ বলে যখন এক রান বাকি তখন এক বিশাল ছয় মেরে ম্যাচ জেতান তিনি ভারত কে, যেমনটা তিনি বিগত কিছু সময় ধরে আইপিএল এ করে আসছেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে। কিন্ত শেষ বলের ছয় রান কে গন্য করা হয় না, বদলে এক রান যোগ করা হয়, এবং ভারতের স্কোর ২০ ওভারে দাঁড়ায় ২০৯। এর যুক্তি হিসাবে আম্পায়ার রা দেখান যে এবটের শেষ বল টি ' নো বল ' হওয়ায় রিঙ্কু র ওভার বাউন্ডারি টাকে যোগ করা হয়নি। 

তবে যাই হোক, ফাইনালের হারের পর, কালকে ভারতের জিৎ ভারতবর্ষের ক্রিকেটপ্রেমী মানুষদের ক্ষত র উপর মলম- এর মত কাজ করেছে। অনেকে এও মনে করছেন রিঙ্কু বিশ্বকাপের দলে থাকলে ভারত বিশ্বকাপ জিততে পারত। এবার দেখা যাক সিরিজের অন্য অন্য ম্যাচে ভারত ও রিঙ্কুর পারফরমেন্স কেমন থাকে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments