• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

পরকীয়ার অভিযোগ লিওনেল মেসির বিরুদ্ধে! এই অভিযোগকে ভিত্তিহীন বলছেন অনেকেই

ad

শীর্ষ টাইমস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। পেলে-মারাদোনা যুগের পর তিনি ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। গত বছর শেষের দিকে কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের শিরোপা মেসির নেতৃত্বেই জয় করেছে আর্জেন্তিনা ফুটবল দল। তিনি নিজের এত বছরের বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারে সেইভাবে কোনও বিতর্কের আঁচ লাগতে দেননি। তবে আর্জেন্তিনার এই ফুটবলারের বিরুদ্ধে একটি মারাত্মক অভিযোগ উঠতে শুরু করেছে। হ্ব্রাজিলের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম দিরেতো দি মিওলাই পরকীয়ার অভিযোগ তুলতে শুরু করেছে লিওনেল মেসির বিরুদ্ধে।

এই সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্তিনার মহিলা সাংবাদিক সোফিয়া মার্তিনেজের সঙ্গে মেসি নাকি গোপনে 'রাসলীলা' চালিয়ে যাচ্ছেন। আর এই সম্পর্কের প্রভাব সরাসরি তাঁর ব্যক্তিগত জীবনে এসে পড়েছে। ওই প্রতিবেদনে এও দাবি করা হয়েছে যে ব্যাপারটা নিয়ে স্ত্রী আন্তোনেলা রোকুজোর সঙ্গে রোজকার ঝামেলা লেগেই রয়েছে। এমনকী, পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তাঁদের সুখী দাম্পত্য জীবনও আপাতত ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমই নয় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলও এই একই গুঞ্জনের পক্ষেই কথা বলছে। ডেইলি মেলের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে তারা অবশ্য সোফিয়া মার্তিনেজের নাম উল্লেখ করেননি। ২০২২ কাতার বিশ্বকাপের সময়ই সোফিয়ার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। টুর্নামেন্টের সেমিফাইনালে আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে তাঁর ধারাভাষ্য যথেষ্টই জনপ্রিয় হয়েছিল। সেইসময় তিনি মেসিকে আর্জেন্তিনার ফুটবল সমর্থকদের পক্ষ থেকে 'বিশেষ' ধন্যবাদও জানিয়ে ছিলেন। সেখান থেকেই গোটা ঘটনার সূত্রপাত হয়েছে।

প্রসঙ্গত, পরকীয়া সংক্রান্ত বিতর্কে ইতিপূর্বে লিওনেল মেসির নাম কখনই জড়ায়নি। আন্তোনেলার সঙ্গে ছোটবেলা থেকেই তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মেসির কঠিন সময়েও আন্তোনেলা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। কয়েকবছর আগেই দুজনের বিয়ে হয়। এই দম্পতির তিন পুত্র সন্তানও রয়েছে। তাই মেসির পরকীয়ার খবরে অনেকেই বিশ্বাস করতে চাইছেন না।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments