• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ব্যান্ডেজ , চোখের তলায় কালশিটে! দেখে মনে হবে কারোর থেকে মার খেয়ে এসছেন কোহলি

ad

শীর্ষ টাইমস ডেস্ক: চোখের নীচে কালশিটে দাগ। কপালে-গালে কাটা-ছড়ার ক্ষতচিহ্ন। নাকে লাগানো ব্যান্ডেজ স্ট্রিপ। দুর্ঘটনায় পড়লে অথবা বেদম পিটুনি খেলে ঠিক যেমন অবস্থা হয়, বিরাট কোহলির তেমনই এক ছবি দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা। যদিও কোহলির মুখের হাসি এবং দু'আঙুলে ভিকট্রি চিহ্ন দেখে ধন্দে ক্রিকেটপ্রেমীরা। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের এমন ছবিই পোস্ট করেন বিরাট কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি নিজের সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকিদের অবস্থাটাও একবার দেখা উচিত।’

বিরাটের এমন রহস্যজনক পোস্ট সঙ্গত কারণেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই অনুরাগীরা দুশ্চিন্তা ব্যক্ত করেন। তবে সবার আগ্রহ এটা জানার যে, বিরাটের সঙ্গে ঠিক কী ঘটেছে। ছবিতে কোহলির পরনে রয়েছে পুমার টি-শার্ট। উল্লেখ্য, সোমবারই সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে অনুষ্কার সঙ্গে কোহলিকে সংস্থাটির বাণিজ্যিক প্রচারের ভিডিয়ো শুট করতে দেখা যায়। সুতরাং, বিরাটের এই ছবি বিজ্ঞাপনি প্রচারের অংশ হতে পারে বলেও মনে করছেন অনেকে।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments