• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

' মাস্টার ব্লাস্টার ' - এর নামে স্টেডিয়াম তো আছেই, সঙ্গে এবার যুক্ত হল একটা রেল স্টেশনও!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: শচীন তেণ্ডুলকরের নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্যালারি আছে। তবে শচীনের নামে রেল স্টেশন! অবাক করার মতো মনে হলেও, এমনই অবাক করা ছবি সবার সামনে আনলেন সুনীল গাভাসকর।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ‘লিটল মাস্টার’। আসলে সুরাটের কনসর অঞ্চলে ‘শচীন’ নামে একটি জায়গা রয়েছে। সুরাটের মেইন লাইনের ওই স্টেশনই হঠাৎ নজরে পড়েছে সুনীল গাভাসকরের। যে ছবি তিনি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাই এখন চর্চায় উঠে এসেছে এই রেল স্টেশনের নাম। সম্প্রতি গুজরাত গিয়েছিলেন সানি।সেখানেই রয়েছে কনসর বলে একটি অঞ্চল। সেই অঞ্চলের অন্তর্গত শচীন নামের একটি জায়গা। এই নামে রয়েছে একটি রেল স্টেশনও। সেই স্টেশনে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছেন গাভাসকর। নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার পরই রাতারাতি ভাইরাল হয়েছে এই স্টেশন।

 

ছবি: সংগৃহীত 

You can share this post!

Leave Comments