শীর্ষ টাইমস ডেস্ক: বচ্চন পরিবার এখন চর্চায় রয়েছে। কানাঘুষো চলছে অভিষেক ও ঐশ্বর্যর ডিভোর্সের কথা। কিছুদিন আগেই ' দ্যা আর্চিজ '- এর প্রমোশনে একে অপরকে ইগনোর করায় বিচ্ছেদের প্রসঙ্গে একেবারে স্ট্যাম্প পরে যায়। এখন আবার নেটদুনিয়া তোলপাড় আরাধ্যাকে নিয়ে। সাম্প্রতিক মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ছবি-ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে তিন স্টার কিড আব্রাম, তৈমুর আর আরাধ্যার মঞ্চ উপস্থাপনা আপাতত নেটপাড়ার চর্চার বিষয়।
আরাধ্যার ইংরেজিতে সংলাপ বলা এবং নাটকের মাঝে গান মন কেড়েছে সবারই। অনেকে বলছে মায়ের মতই বড়ো হয়ে উঠছে মেয়ে। নাতনির এই অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন স্বয়ং বিগ বিও। মেয়ের পারফরম্যান্সকে ক্যামেরা বন্দি করতে দেখা গিয়েছে ঐশ্বর্যকেও। তাঁর এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে যে কতটা গর্বিত এবং আপ্লুত তিনি। তবে এই ঘটনার একটা নেগেটিভ দিকও রয়েছে। আরাধ্যার পারফরমেন্স নেটদুনিয়ায় ভাইরাল হতেই একদল শুরু করেছে ট্রোলিং। কারণ ' কপাল দেখা গেছে আরাধ্যার '! হ্যাঁ এমনই ট্রোলিং - এর শিকার হয়েছে সে। বরাবরই একরকম হেয়ার স্টাইলের জন্য তাকে সমালোচিত হতে হয় নেটদুনিয়ায়। তার কপাল ঢাকা চুলের কাটিং - এর জন্য। কিন্তু সাম্প্রতিক এই স্টেজ পারফরমেন্সে তার সেই কপাল ঢাকা চুল দেখা যাচ্ছে না। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে নিটদুনিয়ায়।
শুধু তাই নয়, খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐশ্বর্য - অভিষেকও। বাইরে মিডিয়ার সামনে একে অপরের সঙ্গে কথা বললেও, ফাংশনের শেষে ঐশ্বর্যকে দেখা গেছে গোটা বচ্চন পরিবারকে ইগনোর করতে। একাংশের বক্তব্য সমাজমধ্যমে তারা ' হ্যাপি কাপল ' হওয়ার অভিনয় করছে কিন্তু আদতে তাদের মধ্যে কিছুই ঠিক নেই।
ছবি: সংগৃহীত
Leave Comments