শীর্ষ টাইমস ডেস্ক: ভেঙে গেল অতীতের সব রেকর্ড। আগের ১৬টি মরশুমে যা কখনও ঘটেনি, আইপিএল ২০২৪-এর মিনি নিলামে দেখা গেল তেমনই ছবি। এই প্রথমবার আইপিএলের নিলামে কোনও ক্রিকেটারের দাম ছাড়াল ২০ কোটি। দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২৪-এর মিনি নিলামে প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকার রেকর্ড মূল্যে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের সর্বকালের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারের মুকুট মাথায় ওঠে বিশ্বকাপজয়ী ক্যাঙারু ব্রিগেডের দলনেতার।
উল্লেখ্য, কামিন্সের বেস প্রাইস ছিল ২০ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ ছাড়াও অজি পেসার অল-রাউন্ডারের জন্য দর হাঁকে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি শেষ পর্যন্ত ঝাঁপায় কামিন্সকে পেতে। তারা ২০ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত দর হাঁকে অজি তারকাকে দলে পেতে। শেষমেশ হায়দরাবাদের কাছে দড়ি টানাটানিতে হার মানতে হয় ব্যাঙ্গালোরকে।কিন্তু আরসিবির হাতে ছিল ২৩ কোটি ২৫ লক্ষ টাকা। তা সত্ত্বেও তারা মরিয়া হয়ে ঝাঁপায় কামিন্সের জন্য।
আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালের সব থেকে দামি ক্রিকেটারের দৌড়ে কামিন্স পিছনে ফেলে দেন ইংল্যান্ডের স্যাম কারানকে। এতদিন ব্রিটিশ অল-রাউন্ডারই ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নিলামে বিক্রি হওয়া সব থেকে দামি ক্রিকেটার। ২০২৩-এর নিলামে তিনি ১৮ কোটি ৫০ লক্ষ টাকা দাম পান। এবার কামিন্স ভেঙে দিলেন সেই রেকর্ড। ২০২০-র নিলামে কেকেআর কামিন্সকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয়। সেই সময় সেটিই ছিল সর্বকালীন রেকর্ড। এবার নিজের দাম আরও বাড়িয়ে নিলেন প্যাট।
ছবি: সংগৃহীত
Leave Comments