• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

তবে কি চতুর্থবার বিয়ের আসনে বসবে শ্রাবন্তী? শ্রাবন্তীর সমাজমাধ্যমে ' সিঙ্গেল ' থেকে ' কমিটেড ' হওয়ার পিছনে রয়েছে কে ?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: তৃতীয় বিয়ে ভাঙার পর কি ফের ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়? শোনা যাচ্ছে, তাঁর মনের অনেক কাছাকাছি চলে এসেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র, যিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’ ছবির পরিচালক। শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরানী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে অভিনয়ের জন্য হর্স রাইডিং থেকে শুরু করে আরও নানাবিক কৌশল রপ্ত করতে হয়েছে তাঁকে। তাহলে কি ‘দেবী চৌধুরানী’কে কেন্দ্র করেই আরও কাছাকাছি চলে এলেন শ্রাবন্তী-শুভ্রজিৎ? বিষয়টি নিয়ে কী-ই বা বলছেন শ্রাবন্তী অথবা শুভ্রজিৎ?তাদের বক্তব্যের থেকেও এখন বেশি গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর রিলেশনশিপ স্টেটাসকে কেন্দ্র করে। ফের ‘সিঙ্গল’ থেকে ‘কমিটেড’ হয়েছেন শ্রাবন্তী।

 

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শ্রাবন্তী-শুভ্রজিতের এই ‘ঘনিষ্ঠতা’র সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে, ততদিনই তাঁরা একে-অপরের সঙ্গে গল্প-গুজবও চালিয়েছেন। আবার কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরানী’ তৈরি করছেন শুভ্রজিৎ। এবং হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

 

বিয়ে নিয়ে বারবারই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অনেক ছোট বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি।তখন মাত্র ১৭ বছর বয়স ছিল শ্রাবন্তীর। প্রথম বিয়ে ভাঙে দাম্পত্যের ১৩ বছর পর। শ্রাবন্তী দ্বিতীয় বিয়ে করেন অবাঙালি মডেল কৃষ্ণ ব্রিজকে। ২০১৬ সালে বিয়ে হয় এবং ২০১৭ সালেই তা ভেঙে যায়। এরপর ফ্লাইটকর্মী পঞ্জাবি ব্যাক্তি রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই বিয়েও ভেঙে যায় একবছরের মাথাতেই। তার মাঝেও দু-তিনটি সম্পর্কের গুজব রটেছিল। কিন্তু শুভ্রজিতের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি নিছক রটনা নয়। টলিপাড়ার ঘনিষ্ট সূত্রে এমনই খবর রয়েছে আপাতত।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments